তেল চিটচিটে রান্নাঘর সহজে পরিষ্কার রাখবেন যেভাবে

রান্নাঘরে শুধু রান্না শেষ করলেই কাজ শেষ হয় না। রান্নার সময় পুরো রান্নাঘর নোংরা হয়ে পড়ে। দেওয়ালে লেগে যায় হলুদের দাগ, তেলের ফোপ, আর মসলার ছোপ। আসলে রান্না সময় কড়াই থেকে তেল-মশলা ছিটকে গিয়ে দেওয়ালে দাগ লাগা স্বাভাবিক বিষয়। কিন্তু ভেজা কাপড় দিয়ে মুছলেও সেই দাগ সহজে ওঠে না। চলুন জেনে নেওয়া যাক এমন পরিস্থিতিতে আপনি কী ঘরোয়া উপায় অবলম্বন করেন?লেবুর রসরান্নাঘরের দেওয়াল থেকে তেল-মসলার দাগ তুলতে সাহায্য...