নখ কাটার মেশিনে এই ফুটোটার কী কাজ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/01/20/nail.jpg)
নখ কাটার মেশিন। ছবি : সংগৃহীত
নখ কাটার পাশাপাশি আমরা নেইল কাটার বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। কিন্তু আপনি কি নেইল কাটারের পিছনে তৈরি একটি ছোট ফুটোটা কী কাজে লাগে জানেন? এই ফুটো অনেক কাজে ব্যবহার করা যেতে পারে। চলুন জেনে নেওয়া যাক।
– নেইল কটারের ব্লেডটি নিচের এই ফুটোটির সঙ্গে সংযুক্ত থাকে, যা এটিকে ঘোরাতে, খুলতে ও বন্ধ করতে সহায়তা করে।
– এই ফুটোটি ব্যবহার করে রিং বা চেইন তৈরি বা সাজসজ্জা তৈরির মতো কারুকাজ করতে ব্যবহার করা যেতে পারে।
– নখের টুকরো যদি নেইল কাটারে আটকে যায়। তবে আমরা এই ফুটোটা দিয়ে বের করতে ব্যবহার করতে পারি।
– অ্যালুমিনিয়াম বা এই জাতীয় তার বাঁকানোর জন্য আপনি নেইল কাটারের নিচে তৈরি এই গর্তটিও ব্যবহার করতে পারেন।
– এই ফুটোতে চাবি লাগিয়ে রাখতে পারেন। মানে চাবির রিং হিসেবে নেইল কাটার ব্যবহার করা যাবে।