গাছে প্রয়োজনের অতিরিক্ত পানি দিচ্ছেন না তো? যেভাবে বুঝবেন

সুস্থ থাকতে যেমন মানুষের শরীরে পর্যাপ্ত পানি থাকা জরুরি, তেমনি গাছকে সতেজ ও সবল রাখতেও প্রয়োজন পর্যাপ্ত পানি। তবে গাছে অতিরিক্ত পানি দেওয়া চলবে না, সেটি হতে হবে সঠিক পরিমাণে। কম পানি দিলে গাছ শুকিয়ে যেতে পারে, আর অতিরিক্ত পানি দিলে গাছের গোড়ায় পচন ধরতে পারে। তাই গাছে কখন, কতটুকু পানি প্রয়োজন—তা জানা খুব গুরুত্বপূর্ণ।
– আঙুল টবে মাটির ভিতরে সোজা প্রবেশ করান। ২-৩ ইঞ্চি গভীরে গিয়ে যদি বোঝেন মাটি ভিজে, তাহলে বুঝবেন পানির পরিমাণ পর্যাপ্ত। শুকনো মনে হলেই পানির প্রয়োজন বুঝতে হবে।
– লম্বা কাঠি মাটির ভিতরে প্রবেশ করান। ভিজে থাকলে মাটি কাঠিতে লেগে যাবে। শুকনো থাকলে লাগবে না। এই পরীক্ষায় বুঝতে পারবেন, মাটি আসলে কতটা আর্দ্র।
– টবটি একবার এক হাতে তুলে ধরার চেষ্টা করুন। যদি খুব ভারী মনে হয়, তাহলে বুঝবেন মাটিতে পানি আছে। পানি কম থাকলে মাটির রংও ফিকে হয়ে যাবে। টবের ওজনও কম হবে।