পূজার সাজে চুলে থাকুক ফুল

শারদীয় দুর্গাপূজা মানেই রঙিন সাজ, উৎসবের আনন্দ আর ভিন্ন আভিজাত্য। এ সময় শাড়ি, গয়না, মেকআপের সঙ্গে চুলেও ফুটে উঠতে পারে শোভা। সেই শোভা এনে দেয় ফুল। চুলের খোঁপায় বা খোলা চুলের গুচ্ছে সাদা গাঁদা, রজনীগন্ধা কিংবা লাল-সাদা গোলাপ যেন সাজকে করে তোলে পূর্ণ।
ঐতিহ্যের শিকড়ে ফুল
বাংলা নারীর সৌন্দর্যে ফুলের ব্যবহার নতুন কিছু নয়। প্রাচীনকাল থেকেই বিয়ের মঞ্চে, পূজার আসরে বা যেকোনো শুভ অনুষ্ঠানে নারীর সাজে ফুলের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে শারদীয় পূজায় রজনীগন্ধা, টগর, শিউলি কিংবা গাঁদার মালা চুলে গুঁজে নেওয়ার রীতি অনেক পুরোনো।
খোঁপায় ফুলের শোভা
শাড়ির সঙ্গে যদি হয় খোঁপা বাঁধা চুল, তবে তাতে রজনীগন্ধার মালা জুড়ে দিলে মিলবে রাজকীয় আভিজাত্য। খোঁপা ছোট হলে গোলাপ বা গাঁদার মতো একক ফুলও মানিয়ে যাবে। মন্দিরে পূজা দিতে যাওয়া হোক বা সন্ধ্যার অঞ্জলি, খোঁপায় ফুল হয়ে উঠতে পারে সৌন্দর্যের প্রতীক।
খোলা চুলে ফুলের আভা
যাঁরা খোলা চুল রাখতে পছন্দ করেন, তাঁদের জন্যও ফুল হতে পারে সাজের সেরা সঙ্গী। কানে গুঁজে নেওয়া একটি সাদা টগর বা খোলা চুলের পাশে লাল গোলাপ সাজে যোগ করবে ভিন্ন আবহ। আধুনিক ফিউশন পোশাকের সঙ্গেও খোলা চুলের ফুল মানিয়ে যায় দারুণভাবে।
ফুল বেছে নেওয়ার সময় পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে নিলে তা আরও নান্দনিক হয়ে ওঠে।
আধুনিকতার ছোঁয়ায় ঐতিহ্য
আজকের তরুণীরা শুধু শাড়ি নয়, সালোয়ার, লেহেঙ্গা কিংবা ওয়েস্টার্ন ফিউশন পোশাকেও ফুলকে সাজের অংশ করে নিচ্ছেন। চুলের ক্লিপে কৃত্রিম ফুল ব্যবহার করা হোক বা খোঁপায় টাটকা ফুলের মালা—সবক্ষেত্রেই ফুল সাজকে দিয়েছে পরিপূর্ণতা।
পূজার সাজে ফুল কেবল সৌন্দর্য বাড়ায় না, তা এনে দেয় উৎসবের এক কোমল সুবাস। রঙিন গয়না, ঝলমলে শাড়ি বা আধুনিক সাজ সবকিছু ছাপিয়ে চুলে একটি ফুলের স্পর্শই সাজকে করে তোলে অনন্য।