বাবা-মায়ের যে কাজগুলো সন্তানের মন ভালো রাখবে
ভোরে ঘুম থেকে না উঠলেই মায়ের বকুনি খেতে হয় অনেককেই। সকালে ঘুম থেকে ওঠার পর পরই শুরু হয়ে যায়, ‘এটা করবি না’‘সেটা করবি না’। এতে সন্তান নিয়ম-নীতি কতটা শেখে জানা নেই, তবে আতঙ্ক চেপে বসে মনে, যা পরবর্তী সময়ে গিয়ে অবসাদের কারণও হয়ে ওঠে।প্রযুক্তির সঙ্গে যুগেরও পরিবর্তন ঘটেছে। সেখানে বাবা-মাকেও এখন বুঝতে হবে, কতটা ছাড়তে বা ধরতে হবে সন্তানকে। পরিণত অভিভাবকত্বে প্রতিটি পদক্ষেপ হতে হবে যুক্তিনির্ভর ও...
সর্বাধিক ক্লিক