সম্পর্কে শান্তি বজায় রাখার চার উপায়
শান্তিপূর্ণ সম্পর্ক সবাই চায়। এ জন্য একে অপরকে বোঝার অনুভূতি প্রয়োজন। দুইপক্ষেরই প্রচেষ্টা ও সমঝোতা দরকার। এতে সম্পর্ক টিকিয়ে রাখা সহজ। একে অপরের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন। নিজেদের মাঝে পার্থক্যগুলো জানুন। তাহলেই একটি স্বাস্থ্যকর এবং শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সক্ষম হবেন। যদিও বাস্তবে আমরা সব সময় নিজেদের অগ্রাধিকার বেশি দিয়ে থাকি। তবে কিছু ক্ষেত্রে সঙ্গীকেও অগ্রাধিকার দিন।
সহনশীলতা
একজনের পক্ষে সব চাহিদা পূরণ করা মানবিকভাবে সম্ভব নয়। এ ক্ষেত্রে দুইজনকেই এগিয়ে আসতে হবে। সহনশীলতা সম্পর্ক টিকিয়ে রাখতে সাহায্য করে। তাই বলে একজনকেই সব সহ্য করে যেতে হবে, তা হয় না। তাই দুইজন মিলেই নিজেদের প্রয়োজনগুলো বুঝুন। সে অনুযায়ী নিজেরাই চাহিদা পূরণ করার উপায়গুলো খুঁজে বের করুন।
অপূর্ণতা
আপনি জীবনে সব কিছুই পাবেন না। কিছু না কিছুর অভাব আপনি অনুভব করবেন। তাই বলে সম্পর্কের মাঝে সমস্যা বাড়াবেন না। সঙ্গীর অপূর্ণতাগুলোকে মেনে নিন। তা থেকে বের হওয়ার রাস্তা বের করুন। সঙ্গীর সহযোগীতা করুন।
পার্থক্যকে সম্মান করা
একটি সম্পর্কের মধ্যে, বিপরীত দৃষ্টিভঙ্গি থাকতে পারে। তা নিয়ে বিব্রত হবেন না। সঙ্গীর মতামতকে সম্মান করুন। আপনি সঙ্গীর সাথে একমত না হলে তাকে বুঝান। এতে করে সম্পর্কে শান্তি বজায় থাকবে।
কৌতূহল
সম্পর্ক নিয়ে অতিরিক্ত চিন্তা করতে যাবেন না। এতে সমস্যা বাড়বে। সঙ্গীর ব্যাপারে কৌতূহল থাকা ভাল। কিন্তু বেশি কৌতূহলী হতে যাবেন না। সঙ্গীর ব্যক্তিগত একটা জীবন থাকতে পারে। যা সে হয়তো আপনাকে জানাতে চায় না। তাই তাকে বেশি প্রশ্ন করা থেকে বিরত থাকুন। অন্য উপায়ে তাকে বুঝার চেষ্টা করুন।
সূত্র- হিন্দুস্তান টাইমস