সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদকে ‘শোকজ’
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/12/27/photo-1451237833.jpg)
বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় সাবেক তথ্য ও সংস্কৃতিমন্ত্রী সংসদ সদস্য আবুল কালাম আজাদকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জামালপুর জেলা আওয়ামী লীগ। জেলার দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে সাবেক মন্ত্রীকে শোকজ করা হয়েছে।
আবুল কালাম আজাদ জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনে আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য।
রোববার রাত সাড়ে ৯টায় জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জামালপুর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে দলীয় মেয়র পদপ্রার্থী শাহনেওয়াজ শাহেনশার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি তাঁর ভাতিজা বিদ্রোহী প্রার্থী নূরুন্নবী অপুর পক্ষে নির্বাচনে কাজ করছেন। একই সঙ্গে তিনি বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করতে নেতা-কর্মীদের ভয়-ভীতি প্রদর্শন এবং স্থানীয় প্রশাসনকে প্রভাবিত করছেন। এ অবস্থায় দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভার সর্বসম্মত সিদ্ধান্তক্রমে কেন তাঁকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হবে না এই মর্মে জেলা আওয়ামী লীগ সাতদিনের মধ্যে আবুল কালাম আজাদকে কারণ দর্শাতে বলেছে।
এ ব্যাপারে সাবেক মন্ত্রী সংসদ সদস্য আবুল কালাম আজাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন ধরেননি।