ইরাকে সেনাঘাঁটিতে আইএসের হামলা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/01/02/photo-1451688436.jpg)
সংঘর্ষে রামাদির ক্ষতিগ্রস্ত ভবনগুলো। ছবি : এএফপি
ইরাকের রামাদি শহর পুনর্নিয়ন্ত্রণে নেওয়ার কয়েকদিন পরই দেশটির সেনাবাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
শুক্রবার সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, আত্মঘাতী গাড়িবোমা ও বিস্ফোরকভর্তি বেল্ট পরে আইএস সদস্যরা হামলায় অংশ নেয়।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ বাহিনীর বিমান হামলার সহায়তায় ইরাকি সেনারা রামাদির নিয়ন্ত্রণ নেয়। গত রোববার ইরাকের কর্তৃপক্ষ জানায়, তারা আইএসের কাছ থেকে রামাদি মুক্ত করেছে।
বিবিসি জানিয়েছে, ইরাকি সেনাবাহিনীকে অজ্ঞাত সংখ্যক আইএস যোদ্ধাদের সঙ্গে লড়াই করতে হচ্ছে।