এবার প্রিয়াঙ্কা গান্ধীর করোনা শনাক্ত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/06/03/priyanka-gandhi.jpg)
এবার ভারতের কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রার শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। আজ শুক্রবার টুইটে তিনি নিজেই কোভিড আক্রান্তের কথা জানান। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ভারতীয় কংগ্রেসের দলীয় প্রধান ও প্রিয়াঙ্কা গান্ধীর মা সোনিয়া গান্ধীর গতকাল বৃহস্পতিবার করোনা শনাক্তের কথা জানা যায়।
শুক্রবার টুইটে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘হালকা উপসর্গ নিয়ে আমি কোভিড পজিটিভ হয়েছি। বাড়িতেই আমি কোয়ারেন্টিন শুরু করেছি। যারা গত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন, তাদেরকে আমি সতর্কতা মেনে চলার অনুরোধ করছি।’
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2022/06/03/priyyaangkaa_gaandhii_insaartt.jpg 687w)
গতকাল বৃহস্পতিবার কোভিড পজিটিভ হওয়ার পর আইসোলেশনে গেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।
পার্টির সাধারণ সম্পাদক রণদীপ সুরজেওয়ালা গতকাল বলেন, ‘তিনি (সোনিয়া গান্ধী) হালকা জ্বর ও কিছু উপসর্গে ভুগছেন এবং নিজেকে আইসোলেট করে রেখেছেন। তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।’
পরে সুরজেওয়ালা এক টুইট বার্তায় লেখেন, ‘কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী গত সপ্তাহে নেতাকর্মীদের সঙ্গে দেখা করেন। তাদের মধ্যে কয়েকজনকে কোভিড পজেটিভ পাওয়া গেছে।’