উদ্বোধনের সময় মেয়রকে নিয়েই ভেঙে পড়ল সেতু (ভিডিও)
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/06/12/bridge.jpg)
মেক্সিকোর কুয়ের্নাভাকা শহরে একটি ঝুলন্ত সেতু উদ্বোধনের সময় সেটি ভেঙে পড়ে। এতে মেয়রসহ অন্তত ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। অনেকের হাত-পা ভেঙে গেছে। এমন ঘটনায় চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে মেয়রকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে—গত মঙ্গলবার মেয়র হোসে লুইস উরিওস্তেগুই তাঁর দলবল নিয়ে কাঠ, লোহা ও শিকল দিয়ে তৈরি ঝুলন্ত সেতুটি উদ্বোধন করতে আসেন। মেয়রসহ অন্যরাও সেতু পার হতে গেলে হঠাৎ ভেঙে পড়ে এটি। খবর দ্য গার্ডিয়ানের।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, সেতুটি কমপক্ষে ১০ ফুট নিচে ছিড়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। চার সিটি কাউন্সিল সদস্য, অন্য দুই সিটি কর্মকর্তা এবং একজন স্থানীয় এক সাংবাদিকও আহত হয়েছেন। স্ট্রেচারে তুলে এনে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2022/06/12/bridge-capture.jpg)
ধারণা করা হচ্ছে, ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত লোক সেতুতে ওঠায় ভেঙে পড়ে। শহরের সৌন্দর্য ফেরাতে বেশ কিছু পদক্ষেপের অংশ হিসেবেই ঝুলন্ত সেতুটি তৈরি করা হয়েছিল।