শ্রীলঙ্কায় বিক্ষোভকারী নেতার ভাইকে কুপিয়ে হত্যা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/07/26/1658828788-brother-of-dan-priyasad-hacked-to-death-l.jpg)
শ্রীলঙ্কায় বিক্ষোভকারী নেতা ড্যান প্রিয়াসাদের ভাইকে সোমবার রাতে কুপিয়ে হত্যা করা হয়। ছবি : সংগৃহীত
শ্রীলঙ্কায় বিক্ষোভকারী নেতা ড্যান প্রিয়াসাদের ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। দেশটির সংবাদমাধ্যম আদা দেরানা তাদের প্রতিবেদনে এ তথ্য জানায়।
গতকাল সোমবার রাতে বেলাম্পিতিয়ার অরুগোদত্তা এলাকায় কোপের আঘাতে রক্তাক্ত ৩৪ বছর বয়সি এক ব্যক্তিকে কলম্বো ন্যাশনাল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পরে তিনি ড্যান প্রিয়াসাদের ভাই বলে চিহ্নিত হন।
পুলিশ জানায়, মোটরসাইকেলে করে আসা দুজন ব্যক্তি হামলা চালায়। ঘটনার পরপরই তারা পালিয়ে যায়।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2022/07/26/capture_4.jpg)
পুলিশ বলছে, মাদকের সিন্ডিকেটজনিত বিরোধের জেরে খুন হয়ে থাকতে পারেন ওই ব্যক্তি।