দোনেৎস্ক থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ জেলেনস্কির
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/07/31/donetsk.jpg)
ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন পূর্ব দোনেৎস্ক অঞ্চলের কিছু অংশে বসবাসরত সব বেসামরিক নাগরিককে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাজধানী কিয়েভ থেকে শনিবার গভীর রাতে দেওয়া এক ভাষণে জেলেনস্কি যুদ্ধের তীব্রতা বৃদ্ধির বিষয়ে সতর্ক করে এমন নির্দেশ দিয়েছেন। খবর বিবিসির।
জেলেনস্কি বলেন, ‘এখন যত বেশি মানুষ দোনেৎস্ক অঞ্চল ছেড়ে যাবে, রুশ সেনাবাহিনীর কাছে তত কম মানুষ হত্যার শিকার হবে।’
দোনেৎস্ক অঞ্চলের অনেক এলাকা এখন রুশ বাহিনীর হাতে, যদিও তারা দোনেৎস্ক অভিমুখে ধীরগতিতে অগ্রসর হচ্ছে। তবে, এ অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষও হচ্ছে।
জেলেনস্কি আরও বলেন, ‘আমরা যতটা সম্ভব ইউক্রেনীয়দের জীবন বাঁচাতে এবং যতটা সম্ভব রুশ সন্ত্রাসকে সীমিত রাখতে আমাদের হাতে থাকা সব সুযোগ ব্যবহার করব।’
রাশিয়া জাতিসংঘ ও রেড ক্রস কর্মকর্তাদের রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের হাতে দোনেৎস্ক অঞ্চলের অন্য অংশে ৫০ ইউক্রেনীয় যুদ্ধবন্দির মৃত্যুর তদন্তের জন্য আমন্ত্রণ জানানোর পর এমন বক্তব্য দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2022/07/31/capture_0.jpg)
ওলেনিভকার একটি কারাগারে হামলার সময় অস্পষ্ট পরিস্থিতিতে ওই সৈন্যরা নিহত হয়েছিল, যা নিয়ে উভয় পক্ষই একে অপরকে দোষারোপ করছে।
গতকাল শনিবার সন্ধ্যায় রুশ প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, মস্কো এ ঘটনার ‘বৈষয়িক তদন্তকে’ স্বাগত জানাবে।