ব্রাহ্মণবাড়িয়ায় লাখো মুসল্লির উপস্থিতিতে ইসলামী সম্মেলন সমাপ্ত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/02/07/photo-1454860035.jpg)
ব্রাহ্মণবাড়িয়া জেলার ঈদগাহ ময়দানে লাখো ধর্মপ্রাণ মুসল্লির আমিন আমিন ধ্বনিতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিনদিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন শনিবার রাতে শেষ হয়েছে।
জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ১০৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত বৃহস্পতিবার সকালে এই সম্মেলন শুরু হয়ে শনিবার মধ্য রাতে শেষ হয়। তিনদিনব্যাপী সম্মেলনে ওয়াজ নছিহত, কেরাত, হামদ, নাতসহ বিভিন্ন ইসলামিক সংগীত পরিবেশন করা হয়। সম্মেলনে ইমান, আখলাক, আমল নিয়ে বয়ান করেন জামায়াতে ওলামায়ে হিন্দ মহাসচিব বিশ্ববরেণ্য আলেম আওলাদে রসুল আল্লামা সাইয়িদ মাহমুদ আস’আদ মাদানী, আগরতলা টাউন সেন্ট্রাল জামে মসজিদের খতিব মাওলানা আবদুর রহমান কাসেমীসহ দেশ-বিদেশের আলেম-ওলামারা বয়ান করেন।
শনিবার রাতে আখেরি মোনাজাত পরিচালনা করেন ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার কারী আশারা আল্লামা আবদুর রউফ। তিনদিনব্যাপী এই মহাসম্মেলনে অংশ নিতে ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ পাশের কুমিল্লা, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, সিলেট, নরসিংদী জেলাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা লাখ লাখ মুসল্লি জেলা ঈদগাহ ময়দানে জমায়েত হন। এতে বিপুলসংখ্যক নারীও অংশ নেন।
আখেরি মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। সম্মেলন উপলক্ষে প্রশাসন ও মাদ্রাসার পক্ষ থেকে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা।