কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের সিদ্ধান্ত ভারতের সুপ্রিম কোর্টে বহাল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/12/11/jmmu-o-kaashmiir-thaamb.jpg)
ভারতের সুপ্রিম কোর্ট আজ সোমবার (১১ ডিসেম্বর) এক আদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জম্মু ও কাশ্মীর রাজ্যটির ওপর থেকে সীমিত স্বায়ত্তশাসনের সুবিধা বাতিল করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের নেওয়া সিদ্ধান্তকে বৈধ বলে রায় দিয়েছে।
সুপ্রিম কোর্ট বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে জর্জরিত রাজ্যটির শাসন কেন্দ্রের অধীনে নেওয়ার বিষয়ে ২০১৯ সালের ঘোষণাকে দেশের অখণ্ডতা রক্ষা প্রক্রিয়ার চূড়ান্ত পরিণতি এবং ক্ষমতা চর্চার একটি বৈধ অনুশীলন হিসেবে রায় দেয়। খবর এএফপির।
মোদি সরকারের ঘোষণার পর কাশ্মীরে কেন্দ্রের শাসন জারি করা হয়। পাশাপাশি গণগ্রেপ্তার, লকডাউন আরোপ ও টেলিযোগাযোগ ব্যবস্থা অচল করে দেওয়ার মাধ্যমে মাসের পর মাস ধরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল রাজ্যটিতে। প্রতিবাদ ও বিক্ষোভে উত্তাল জম্মু ও কাশ্মীরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে ব্যাপক হারে সৈন্য সমাবেশ করে ভারত সরকার।
মোদি সরকারের শক্তি প্রয়োগের বিষয়টি কাশ্মীরের ভেতরে বিতর্কের জন্ম দিলেও রাজ্যটি বাইরে দেশজুড়ে তা উদযাপন করা হয়। বিদ্রোহে কয়েক যুগে ১০ হাজারেরও মানুষের জীবন গেলেও সম্প্রতি তা কিছুটা শান্ত হয়ে আসে।
ভারত সরকারের এই তৎপরতাকে চ্যালেঞ্জ জানায় কাশ্মীরের ভারতপন্থী রাজনৈতিক দল, স্থানীয় বার অ্যাসোসিয়েশন ও আরও কয়েকজন নাগরিক। আর আজ সোমবার এই বিষয়ে ভারতের সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় দিল।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2023/12/11/jmmu-o-kaashmiir-inaar.jpg)
ভারতের সুপ্রিম কোর্ট স্বায়ত্তশাসন তুলে নেওয়ার পক্ষে রায় দেয়। পাশাপাশি এটাও বলে যে জম্মু ও কাশ্মীরকে যত দ্রুত সম্ভব রাষ্ট্রের অন্যান্য রাজ্যের মতোই আর সব সুবিধা প্রদান করতে হবে। এছাড়া সুপ্রিমকোর্ট ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে জম্মু ও কাশ্মীরের নির্বাচন আয়োজন করতেও নির্দেশ দেয়।