ফারুকী-তিশার সংসার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/01/01/tisha_2.jpg)
কবি নির্মলেন্দু গুণ তাঁর কবিতায় বলেছেন—সংসার মানে সোনার কাঁকনে জীবনের রঙ লাগা। কবির এই কবিতার মতো দীর্ঘ তিন বছরের প্রেমের যবনিকা টেনে সোনার কাঁকনে জীবনের রঙ লাগিয়ে ঘর বেঁধেছিলেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
২০১০ সালের ১৬ জুলাই রাজধানীর একটি হোটেলে এই তারকা-দম্পতির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের প্রায় ১১ বছর ছয় মাস পরে ২০২২ সালের ৫ জানুয়ারি কন্যাসন্তানের বাবা-মা হন এই তারকা দম্পতি। ফারুকী-তিশার মেয়ের নাম রাখা হয়েছে ইলহাম নুসরাত ফারুকী।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2024/01/01/faruki_1.jpg)
দেশের মিডিয়া অঙ্গনের এই জনপ্রিয় দম্পতি একসঙ্গে একই ছাদের নিচে ১২ বছর কাটিয়ে দিয়েছেন। এখনও তাদের মধ্যেকার খুনসুটি, বোঝাপড়া ভক্তদের মুগ্ধ করে।
মোস্তফা সরয়ার ফারুকী প্রায় ২৫ বছর ধরে নির্মাণের সঙ্গে জড়িত আছেন। আর অভিনয়ের পরিচিত নাম নুসরাত ইমরোজ তিশা। এই তারকা জুটি দুজনেই নিজ নিজ কাজে সফল।
এবার প্রথম ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমায় মোস্তফা সরয়ার ফারুকী-নুসরাত ইমরোজ তিশাকে একসঙ্গে অভিনয় করতে দেখা গেছে। পাশাপাশি তারা একসঙ্গে চিত্রনাট্য লেখার কাজও করছেন। নতুন বছরে এই তারকা দম্পতি ও তাঁদের সন্তানের প্রতি রইল শুভকামনা। ভালো থাকুন, সুস্থ থাকুন।