পাঁচ সেশনে টেস্ট জিতে ভারতের অন্যরকম ইতিহাস
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/01/04/india-afp.jpg)
দক্ষিণ আফ্রিকার কেপটাউন দেখল বিস্ময়কর এক টেস্ট ম্যাচ। কী ছিল না এই ম্যাচে? শূন্য রানে ছয় উইকেট হারিয়ে ভারতের লজ্জা, সেখান থেকে বুমরাহ ও মোহাম্মদ সিরাজের বোলিংয়ে ফিরে আসা। এরপর যা করল, তাতে ভাঙল ৯২ বছরের ইতিহাস। মাত্র পাঁচ সেশনে কেপটাউন টেস্ট জিতে নিল ভারত। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে সাত উইকেটে হারিয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করেছে ভারত।
৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ভারত দ্বিতীয় ইনিংসে মাত্র ১২ ওভারে তিন উইকেট হারিয়ে পৌঁছে যায় জয়ের বন্দরে। এই টেস্টে খেলা হয়েছে দুদিন। পুরো দুদিনও নয়, পাঁচ সেশন। দুদল মিলে চার ইনিংসে খেলেছে ১০৭ ওভার। বলের হিসাবে ৬৪২ বল। এতেই ভেঙেছে ১৯৩২ সালে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ৬৫৬ বলে শেষ হওয়া ম্যাচের রেকর্ড। বলের হিসাবে এটিই এখন ইতিহাসের সংক্ষিপ্ততম টেস্ট ম্যাচ।
টেস্টের প্রথম দিন গতকাল বুধবার (৩ ডিসেম্বর) আগে ব্যাট করতে নেমে সিরাজের বোলিং তোপে মাত্র ৫৫ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারাও বল হাতে বড়সড় লজ্জা দেয় ভারতকে। ১৫৩ রানে চার উইকেট থেকে ১৫৩ রানেই অলআউট হয় ভারতীয়রা। শেষ ছয় ইউকেট হারায় রশূন্য রানে।
ঘুরে দাঁড়ানো প্রোটিয়ারা দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে প্রতিরোধ গড়তে পারেনি। এইডেন মার্করাম সেঞ্চুরি করে মান বাঁচান। তার ১০৬ রানের পরও স্বাগতিকরা থামে ১৭৬ রানে। সিরাজের পর দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট নেন জসপ্রীত বুমরাহ। ভারতের জয়ের জন্য লক্ষ্য ৭৯ রান। সেটি হেসেখেলেই পার করে দলটি। ম্যাচসেরা হয়েছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ।