ইসরায়েলে ইরানের হামলার পর কমেছে তেলের দাম
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/04/15/petroleum.jpg)
ইসরায়েলের ওপর ইরানের প্রতিশোধমূলক হামলার পর আজ সোমবার (১৫ এপ্রিল) তেলের দাম কমেছে। আজ এশিয়ান ট্রেডে এই কম মূল্যের প্রবণতাই দেখা গেছে, যদিও সেটা প্রতি ব্যারেল ৯০ ডলারের কাছাকাছিই ছিল। খবর বিবিসির।
ব্রিটিশ সংবাদমাধ্যমটি বলছে, ইরানের পদক্ষেপের প্রত্যাশায় দাম ইতিমধ্যে বেড়েছে, গত সপ্তাহে ব্রেন্ট ক্রুড ছয় মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশ্লেষকরা বলেছেন, বাজারগুলো কীভাবে বিশ্বব্যাপী তেল সরবরাহের চেইনকে প্রভাবিত করতে পারে, তা দেখার বিষয়।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2024/04/15/israel_in_.jpg 687w)
ইসরায়েলের ওপর ইরান আক্রমণের ঘোষণা দেওয়ার পর থেকেই তেলের দাম ওর নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছিল। গত ছয় মাসের মধ্যে গত সপ্তাহে তেলে দাম ছিল সর্বোচ্চ। গত সপ্তাহের শেষে প্রতি ব্যারেল তেলের দাম ৯২ দশমিক ১৮ ডলার পর্যন্ত হয়েছিল। গতবছরের অক্টোবরের পর থেকে ধরলে সেটা ছিল সর্বোচ্চ। এর পর থেকে কমতে কমতে সেটা ৯০ দশমিক ৪৫ ডলারে নেমেছিল। সোমবার সকালে সেটা আরও ২০ থেকে ৩০ সেন্ট কমেছে।