চোটের পর সুখবর পেলেন এমবাপ্পে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/06/18/mk-afp.jpg)
ইউরোতে নিজেদের প্রথম ম্যাচেই চোটের সম্মুখীন হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। অস্ট্রিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে আজ মঙ্গলবার (১৮ জুন) ১-০ গোলে ফ্রান্স জিতলেও শঙ্ক ছিল এমবাপ্পেকে নিয়ে। ম্যাচের ৯০ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। অস্ট্রিয়ান ফুটবলার কেভিন ড্যানসোর সঙ্গে বাতাসে উড়ে আসা বল দখলের লড়াইয়ে নাক ফাটান এমবাপ্পে।
ড্যানসোর পিঠে জোরে এসে ধাক্কা লাগে এমবাপ্পের নাক ও মুখের। নাক দিয়ে তখন রক্ত বের হচ্ছিল। শঙ্কা জেগেছিল পরবর্তী ম্যাচ খেলা নিয়ে। বরং, ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ) চিন্তা করছিল অস্ট্রোপচারের বিষয়ে। তবে এফএফএফ জানিয়েছে, অস্ত্রোপচার লাগবে না ফরাসি অধিনায়কের।
এএফএফের বরাতে আজ এএফপি তাদের প্রতিবেদনে জানিয়েছে, এমবাপ্পের কোনো অস্ত্রোপচার লাগছে না। সে শঙ্কামুক্ত। যদিও, পরবর্তী ম্যাচে তাকে মুখে মাস্ক পরে নামতে হবে। এটি সাবধানতার জন্য।’
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2024/06/18/km-inner.jpg)
প্রতি আসরেই ফেভারিটের তালিকায় থাকে ফ্রান্স। কিন্তু, ২৪ বছর হয়ে গেলেও ইউরোর শিরোপা জেতা হয়নি তাদের। দুইবারের বিজয়ীরা সেই খরা কাটানোর লক্ষ্য নিয়ে মাঠে নামে অস্ট্রিয়ার বিপক্ষে। প্রতিপক্ষের ভুলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসিরা। এমন জয়ের ম্যাচে ফ্রান্সের কোচ হিসেবে রেকর্ড গড়লেন দিদিয়ের দেশম। ফ্রান্সের কোচ হিসেবে এটি তার শততম জয়।