মানুষের বিয়ে দেখার জন্যই পৃথিবীতে বেঁচে আছি : তাসরিফ
জনপ্রিয় গায়ক তাসরিফ খান। ‘কুড়েঘর’ ব্যান্ডের মাধ্যমে গান দিয়ে লাখো ভক্তের মন জয় করে নিয়েছেন তিনি। শুধু গায়ক হিসেবেই নয়, একজন সমাজসেবক হিসেবেও তরুণদের মাঝে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন তাসরিফ।
গানের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন এই সংগীতশিল্পী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। যেখানে উল্লেখ করেছেন যে, ‘একের পর এক মানুষের বিয়া দেখার জন্যই পৃথিবীতে বেঁচে আছি, এটাই বাস্তব।’
কমেন্ট বক্সে তাসরিফ লিখেছেন, ‘নিজের বিয়ার কথা নাকি নিজ মুখে বলতে নাই, তাই মানুষের বিয়ার আলাপ টা করলাম।’ এদিকে তাসরিফের পোস্টে ভক্ত-অনুরাগীরা বেশ ফানি কমেন্ট করেছে।
মাহজাবিন নাশিতা বুশরা নামে এক ভক্ত কমেন্টে লিখেছেন, ‘ভাই ২০২৫ সালে যেইভাবে বিয়ে শুরু হলো আল্লাহই জানে কবে আপনি বিয়ে করে ফেলেন।’
আরেকজন ভক্ত কমেন্ট বক্সে লিখেছেন, ‘ভাইয়া আপনার বাসায় কল চলে গেছে। কিছুদিন অপেক্ষা করুন, পরে আপনার উপর ক্রাশ খাওয়া মেয়েরাও আপনার মত এই স্ট্যাটাস টা দিবে।’