নতুন প্রেমে মজেছেন আমির খান, বিয়ে কবে?
নতুন প্রেম খুঁজে পেয়েছেন বলিউড সুপারস্টার আমির খান। দীর্ঘ দিন পরে নাকি নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা। তবে তাঁর এই নতুন প্রেমিকা ইন্ডাস্ট্রির কেউ নন, থাকেন বেঙ্গালুরুতে।
ভারভীয় গণমাধ্যমের দাবি আমিরের ঘনিষ্ঠমহলের সূত্রে জানা গিয়েছে যে, সম্প্রতি নাকি সেই নারীকে নিজের পরিবারের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছেন অভিনেতা।
কিরণ রাও ও আমিরের বিচ্ছেদের পরেও তাঁরা একসঙ্গে কাজ করেছেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাঁদের মধ্যে। শোনা গিয়েছিল, ফতিমা সানা শেখের সঙ্গে আমির সম্পর্কে জড়িয়ে পড়াতেই কিরণের সঙ্গে দাম্পত্যে চিড় ধরে। তবে কিরণের মতোই প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গেও আমিরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। গত বছর মেয়ে আয়রার বিয়েতে তাঁদের পুরো পরিবার
একসঙ্গে হইহই করেছে।
এ বার নতুন সম্পর্ক কবে প্রকাশ্যে আনেন অভিনেতা, সেটাই দেখার।
“তারে জমিন পর’ এর সিকুয়েল ‘সিতারে জমিন পর’ এর কাজ করছেন আমির খান। এছাড়া সম্প্রতি ‘গজনি টু’ হতে পারে, এমন আভাসও দিয়েছেন অভিনেতা। প্রযোজক অল্প অরবিন্দের সঙ্গে এক কথোপকথনে এই প্রসঙ্গ উঠে আসে। একটি ঠান্ডা পানীয়ের বিজ্ঞাপনে সম্প্রতি আমিরকে ছদ্মবেশে মুম্বইয়ের রাস্তায় দেখা গিয়েছে।