বিপিএলের শিরোপা জিতবে কারা, যা বললেন তামিম
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/06/tamim-bcb.jpg)
শিরোপা থেকে দূরত্ব এক ম্যাচের। তামিম ইকবালের নেতৃত্বে গত আসরে প্রথমবার বিপিএলের শিরোপা ঘরে তুলেছিল ফরচুন বরিশাল। দুর্দান্ত ছন্দ দেখিয়ে এবারও ফাইনালে বরিশাল। ফাইনালে আগামীকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) চিটাগং কিংসের মুখোমুখি হবে তামিমের দল। লক্ষ্য, টানা দ্বিতীয় শিরোপা জয়।
ম্যাচটি ফাইনাল, ফলে ছেড়ে কথা বলবে না প্রতিপক্ষ। চিটাগংও বেশ দাপটের সঙ্গে ফাইনালে উঠেছে। দীর্ঘ এক যুগ পর বিপিএলের ফাইনালে উঠেছে তারা। শিরোপা জিততে সর্বোচ্চ দিয়েই লড়বে দলটি। বরিশালের বিপক্ষে সর্বশেষ দুই দেখায় একটি করে জয় ও হার চিটাগংয়ের।
বরিশাল অধিনায়ক তামিম ইকবাল অবশ্য বলছেন ভিন্ন কথা। তার কাছে ভালো খেলার চেয়ে জরুরি শান্ত থাকা। ফাইনালে এই বিষয়টির ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন তামিম।
তামিম বলেন, ‘আমার কাছে মনে হয় যে দল যত বেশি শান্ত থাকবে, তাদের জেতার সম্ভাবনা বেশি। কারণ, ফাইনালে চিন্তা বেশি করা উচিত নয়। টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হচ্ছে ফাইনাল। এমন ম্যাচে শান্ত থাকা খুব জরুরি। বেশি চিন্তা করলে ভুল হওয়ার শঙ্কা থাকে। তাই, ফাইনালে নিজেদের ঠিক রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা এটা পারবে, তারাই চ্যাম্পিয়ন হবে।’