স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫ শতাংশ শুল্কারোপ ট্রাম্পের
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/11/steel.jpg)
সব স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই নির্দেশের ফলে বিদ্যমান বাণিজ্য প্রতিবন্ধকতা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। খবর বিসিবির।
এই শুল্ক আরোপের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে ধাতুগুলোর আমদানি ব্যয় বাড়বে, যদিও কানাডাসহ বিভিন্ন দেশের রাজনৈতিক নেতারা এর বিরুদ্ধে ইতোমধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন।
আমদানির ওপর নির্ভরশীল মার্কিন ব্যবসাগুলোও উদ্বেগ প্রকাশ করেছে। তবে ট্রাম্প বলেছেন, এই পদক্ষেপ দেশীয় উৎপাদনকে চাঙা করবে।
ট্রাম্প স্পষ্ট করে জানান, কোনো ব্যতিক্রম থাকছে না এবং এই নতুন নিয়ম ৪ মার্চ থেকে কার্যকর হবে।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এটি একটি বড় সিদ্ধান্ত, আমেরিকাকে আবার সমৃদ্ধ করার সূচনা।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের জাতির জন্য স্টিল ও অ্যালুমিনিয়াম আমেরিকাতেই তৈরি হওয়া জরুরি, বাইরের দেশে নয়।’
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2025/02/11/steel_inner_1.jpg)
এই শুল্ক আরােপের ফলে সবচেয়ে বড় প্রভাব পড়বে কানাডার ওপর, কারণ যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া অ্যালুমিনিয়ামের ৫০ শতাংশেরও বেশি আসে কানাডা থেকে।
ঘোষণার আগে অন্টারিও প্রদেশের প্রিমিয়ার ডগ ফোর্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, ‘এটি আমাদের অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ এবং অস্থিতিশীলতা তৈরি করছে।’
এদিকে, মার্কিন শুল্ক ঘোষণার পর বড় বড় মার্কিন স্টিল কোম্পানির শেয়ারের দাম দ্রুত বৃদ্ধি পেয়েছে, যেখানে ক্লিভল্যান্ড-ক্লিফসের শেয়ারের মূল্য প্রায় ২০ শতাংশ বেড়েছে।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2025/02/11/steel_inner_2.jpg)
২০১৮ সালে প্রথম দফায় ট্রাম্প একই ধরনের শুল্ক আরোপ করেছিলেন, তবে পরবর্তীতে কানাডা, মেক্সিকো ও অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশের জন্য শুল্ক শিথিল করা হয়। এবারও বাজারে প্রশ্ন উঠেছে, ট্রাম্প কি সত্যিই এই শুল্ক পুরোপুরি বাস্তবায়ন করবেন, নাকি পরবর্তীতে কোনো ছাড় দেবেন?