অবৈধ সিম চক্রে এয়ারটেলের ‘কর্মকর্তাবৃন্দ’!
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/06/29/photo-1467195946.jpg)
অবৈধ সিম বিক্রির সঙ্গে এয়ারটেলের ঊর্ধ্বতন কিছু কর্মকর্তা জড়িত বলে অভিযোগ করেছেন তেজগাঁও জোনের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার। আজ বুধবার দুপুরে তেজগাঁও জোনের উপকমিশনারের (ডিসি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
ভুয়া সিম রেজিস্ট্রেশনের অভিযোগে গতকাল মঙ্গলবার রাতভর অভিযান শেষে আজ সকালে ২২ জনকে আটক করে পুলিশ। নগরীর সাধারণ নাগরিকদের নামে রেজিস্ট্রেশন করা সিমগুলো সন্ত্রাসী কাজে ব্যবহার করা হচ্ছিল বলে জানায় তারা।
পুলিশ জানায়, মোবাইল সিম রেজিস্ট্রেশনের সময় সাধারণ গ্রাহকদের একাধিক আঙুলের ছাপ রেখে দেওয়া হয়েছিল। পরে সেগুলো সন্ত্রাসীরা নিজেরা ব্যবহার করে আসছিল। এসব সিম নির্দিষ্ট কিছু ব্যক্তি ব্যবহার করে।
এসব রেজিস্ট্রেশন করতে একটি মোবাইল কোম্পানি সরাসরি জড়িত অভিযোগ করে বিপ্লব কুমার সরকার বলেন, ‘এয়ারটেল হোক বা অন্য যেকোনো কোম্পানির কর্মকর্তারা হোক, তাদের লোকজন যদি মার্কেটে এ ধরনের অবৈধ সিম বিক্রি করে, যেটা বিটিআরসির সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, টেলিকমিউনিকেশসনসের যে রুলস অ্যান্ড রেগুলেশন্স রয়েছে, এগুলো মেনে চলতে তারা বাধ্য। কাজেই তাদের লোকজন যদি এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে, এর দায় ঊর্ধ্বতন কর্মকর্তারা এড়াতে পারেন না।’
উপকমিশনার বলেন, ‘এয়ারটেলের কর্মকর্তাবৃন্দ, কেনো না কোনো লেভেলের কর্মকর্তাবৃন্দ এ প্রক্রিয়ার সঙ্গে জড়িত।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে এয়ারটেলের মুখপাত্র সমিত মাহবুব শাহাবুদ্দিন এনটিভি অনলাইনকে বলেন, ‘এটি একটি জাতীয় ইস্যু। চলমান তদন্তকাজে সাহায্য করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্ভাব্য সব উপায়ে আমরা পূর্ণ সহায়তা দেব। পরিচালনার ক্ষেত্রে এয়ারটেল বাংলাদেশ লিমিটেড সর্বোচ্চ মান বজায় রাখে এবং ভবিষ্যতেও রাখবে।’