নরসিংদীর পাঁচদোনা বাজারে অগ্নিকাণ্ড
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/03/02/photo-1488462068.jpg)
নরসিংদীর পাঁচদোনা বাজারে আজ বৃহস্পতিবার বিকেলে আগুন নেভানোর কাজ করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি : এনটিভি
নরসিংদীর পাঁচদোনা বাজারে আগুন লেগে ১৫টি দোকান পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে মাহাবুর রহমানের খুচরা পেট্রল বিক্রির দোকান থেকে এই আগুন লাগে বলে অভিযোগ পাওয়া গেছে।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের নরসিংদী, মাধবদী, পলাশ ও প্রাণ-আরএফএল গ্রুপের ইউনিটসহ চারটি ইউনিট কাজ করে। দীর্ঘ এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এ সময় পাশের ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। অগ্নিকাণ্ডে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি পরিমাণ নিরুপণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন।