নদীতে গোসলে গিয়ে নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার
বান্দরবানে সাঙ্গু নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত জয় চাক (১৫) ক্যান্ট. পাবলিক স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল। তার বাড়ি জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে জেলা সদরের ভরাখালীপাড়া এলাকায় সাঙ্গু নদীতে বন্ধুদের সঙ্গে গোসল যায় জয় চাক। পরে সেখানে পানিতে ডুবে যায় সে। খবর পেয়ে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেখানে অভিযান চালায়। ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে। এ সময় নদীর দুই পাশে উৎসুক মানুষের ভিড় জমে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ জানান, নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় ওই স্কুলছাত্র। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহযোগিতায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।