বান্দরবানে ট্রাক উল্টে আনসার সদস্যসহ দুজন নিহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/06/11/photo-1497199507.jpg)
বান্দরবানের রুমা উপজেলায় ট্রাক উল্টে আনসার ভিডিপির সদস্যসহ দুজন নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার আত্তাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন আনসার ও ভিডিপির সদস্য পুলং মারমা (৩৪) এবং ট্রাকচালক সামিউল শুম্ভু (২৬)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রুমার আত্তাপাড়ায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক উল্টে গভীর খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ট্রাকের চালক ও আনসার ভিডিপির সদস্য নিহত হন। এ ঘটনায় আরো একজন আহত হন। তবে তাঁর নাম জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো একজন।