‘অপরাধী’ গান নিয়ে চলচ্চিত্র মুক্তি পাচ্ছে আজ
হালের জনপ্রিয় ‘অপরাধী’ গানটি নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ছবির নাম রাখা হয়েছে ‘অপরাধী’। ছবিটি নির্মাণ করেছে ঈগল টিম। ছবিতে গানের মডেল আনান, সুমাইয়া আনজুম ও তুহিন চৌধুরীকেই দেখা যাবে।
নতুন কোনো মুখকে ছবিতে দেখা যাবে না। এ বিষয়ে ঈগল মিউজিকের কম্পোজার অংকুর মাহমুদ এনটিভি অনলাইনকে বলেন, ‘গানের ভিডিও নির্মাণ করার সময়ই আমরা স্বল্পদৈর্ঘ্য ছবিটি নির্মাণ করেছি। এটা নতুন কোনো পরিকল্পনা নয়। ছবিতে গানের দৃশ্যের সঙ্গে মিল রেখে সংলাপ থাকবে। সংলাপগুলোতে কণ্ঠ দিয়েছেন জাহের আলভী ও নিশো শিকদার।’
আজ শনিবার রাতে ছবিটি ‘ঈগল ছোট্ট সিনেমা’ ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে বলে জানিয়েছেন অংকুর মাহমুদ। ‘অপরাধী’ গানটির সংগীতায়োজন করেছেন তিনি। গানটি গেয়েছেন আরমান আলিফ।
গত ২৬ এপ্রিল ঈগল মিউজিক প্রকাশ করে তরুণ শিল্পী আরমান আলিফের ‘অপরাধী’ গানের একটি মিউজিক ভিডিও। এখন পর্যন্ত গানটির ভিডিও চার কোটি দুই লাখ বারের বেশি দেখা হয়েছে।
গানের ভিডিও প্রকাশের পরেই সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়। এর মধ্যে গানটি কাভার করেছেন অনেক ইউটিউবার শিল্পী। তাঁদের মধ্যে টুম্পা খান সুমি হয়েছেন ব্যাপক আলোচিত।
গানটি নিয়ে এত প্রত্যাশা ছিল না গানের মূল শিল্পীর। কম সময়ের মধ্যে গানের ব্যাপক সাড়া পেয়ে উচ্ছ্বসিত তিনি। ইউটিউবে গ্লোবাল র্যাংকিংয়ে ১০০টি গানের মধ্যে ৮০তম স্থানে ‘অপরাধী’গানটি রয়েছে বলে জানিয়েছেন অংকুর মাহমুদ।
এদিকে, আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামীকাল রোববার থেকে। ভারতের দেরাদুনে বসছে এই সিরিজটি। সিরিজ মাঠে গড়ানো আগে প্রস্তুতি ম্যাচে আফগান ‘এ’ দলের কাছে হেরে গেছে সাকিব-মুশফিকরা। তাই খেলোয়াড়রা নিজেদের হারানো মনোবল চাঙা করতে ড্রেসিংরুমে এক সঙ্গে গাইলেন সময়ের আলোচিত ‘অপরাধী’ গানটি।
ড্রেসিংরুমে গাওয়া সাকিবদের এই ভিডিও ক্লিপটি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, ড্রেসিংরুমে মন খুলে গানটি গাইছেন সাকিব আল হাসান, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, লিটন দাস, আবু হায়দার রনি, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু জাহেদ রাহি, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, আবুল হাসান রাজু।