মনিপুরে জঙ্গি হামলায় ২০ ভারতীয় সেনা নিহত
একদিন পর ফের জঙ্গি হামলা হল ভারতের মনিপুর রাজ্যে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় চান্দেল জেলায় এই জঙ্গি হামলায় ২০ জন ভারতীয় সেনা নিহত হন। হামলায় গুরুতর আহত হয়েছেন আরো ১২ জন।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, রাজ্যটির সীমান্তবর্তী সেনাঘাঁটি মৌতুল থেকে রাজধানী ইমফলে যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, রকেট লঞ্চার, গ্রেনেডসহ ভয়ংকর অস্ত্রে সজ্জিত জঙ্গিরা অতর্কিতে এ হামলা চালায়।
এর আগে গতকাল বুধবার মনিপুর-মিয়ানমার সীমান্তে উখরুল জেলায় হামলা চালিয়েছিল জঙ্গিরা। ওই হামলায় প্রাণ হারিয়েছেন তিন ভারতীয় সেনা। গুরুতর আহত হয়েছেন দুজন।পুলিশ জানিয়েছিল, আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গেরিলা বাহিনী এই হামলা চালায়। আধা সামারিক বাহিনী সেই সময় পার্শ্ববর্তী এলাকাতেই টহল দিচ্ছিল।
মিয়ানমার ও মনিপুরের মাঝে প্রায় ৩৯৮ কিলোমিটার অসংরক্ষিত সীমানা রয়েছে। এই অসংরক্ষিত এলাকা কমপক্ষে ৪০টি জঙ্গি ঘাঁটির ঠিকানা। যার মধ্যে ২০টি গোষ্ঠী ভারতের মণিপুর রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষর করেছে। বাকিরা ওই এলাকায় নিজেদের একটি আলাদা দেশসহ বিভিন্ন দাবিতে সরকারের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।