রোহিতের মুস্তাফিজ-বন্দনা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/06/20/photo-1434801543.jpg)
মুস্তাফিজুর রহমানের তোপে প্রথম ওয়ানডেতে রীতিমতো নাকাল হতে হয়েছিল ভারতের বিখ্যাত ব্যাটিং লাইনআপকে। অভিষেকেই পাঁচ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের নায়ক এই বাঁ-হাতি পেসারের প্রশংসায় পঞ্চমুখ ভারতের ওপেনার রোহিত শর্মা। তিনি জানিয়েছেন, রোববার দ্বিতীয় ওয়ানডেতে মুস্তাফিজকে সামলানোর জন্য ভারতকে আলাদা পরিকল্পনা নিতে হচ্ছে।
শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে রোহিত বলেন, ‘মুস্তাফিজ সেদিন দারুণ বল করেছিল। তার প্রশংসা না করে উপায় নেই। সে অবশ্য কন্ডিশন থেকে কিছুটা সুবিধা পেয়েছিল। তবু এই তরুণ বাঁ-হাতি পেসারকে নিয়ে আমাদের আলাদা পরিকল্পনা সাজাতে হচ্ছে। সে খুব ভালো বোলার।’
সাতক্ষীরার একটি প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা মুস্তাফিজের ভবিষ্যৎ উজ্জ্বল বলেই মনে করেন ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মালিক রোহিত, ‘অভিষেকেই দারুণ সাফল্য পেয়েছে মুস্তাফিজ। পরিশ্রম করতে পারলে ভবিষ্যতে সে অনেক দূর যাবে। তার বোলিংয়ে বৈচিত্র্য আছে।’
শুক্রবার প্রথম ওয়ানডেতে ৫০ রানে পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মুস্তাফিজ। বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে ওয়ানডে অভিষেকে পাঁচ উইকেট নিলেন তিনি। গত বছরের জুনে ভারতের বিপক্ষেই প্রথম এই কৃতিত্ব দেখান তাসকিন আহমেদ।