বৃষ্টিমুখর পার্টিতে পশ্চিমা সাজ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/08/02/photo-1438514388.jpg)
বৃষ্টি যেন থামছেই না! তার ওপর অনুষ্ঠানের নিমন্ত্রণ। বাইরে বৃষ্টি, তাই বলে সাজব না! তা কি হয়? এ সময়েও চাই একটি পরিপাটি লুক। বরং বৃষ্টিতেই চাই স্নিগ্ধ সাজ আর ছিমছাম পোশাক।
কেমন হবে বৃষ্টির মেকআপ? আর কোন পোশাকই বা বাছাই করব? এমন হাজারটা প্রশ্ন মাথায় ঘুরছে তাই না? এমন দিনে সাজপোশাক কেমন হওয়া উচিত তার পুরোটাই নির্ভর করছে কোন অনুষ্ঠানে যাচ্ছেন তার ওপর। এমনটাই জানালেন ওমেন্স ওয়ার্ল্ডের পরিচালক এবং বিউটি এক্সপার্ট ফারনাজ আলম। ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে মেকআপটা কেমন হবে চাইলে ফারনাজ আলমের দেওয়া পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন।
মেকআপের খুঁটিনাটি
বৃষ্টির দিন সঠিক বেইজ মেকআপ করা খুবই জরুরি। তবে অবশ্যই প্রত্যেকটি প্রসাধনী ওয়াটার প্রুফ যেন হয় সেদিকে খেয়াল রাখবেন। প্রথমে একটি থিক ব্রাশ দিয়ে লিকুইড ফাউন্ডেশন মুখে লাগান। এরপর কনসিলার দিয়ে মুখের দাগ এবং চোখের নিচের কালো দাগ ঢেকে দিন। এবার একটি পাফ ভিজিয়ে পুরো মুকে প্যানকেক লাগিয়ে নিন। ডার্ক ব্রাউন কালার শ্যাডো দিয়ে কন্টোরিং করে নিন। চিক এবং কানের মাঝ বরাবর কন্টোরিং করবেন। সবশেষে ফিনিশিং পাউডার দিয়ে বেইজ সেট করুন। চোখে হালকা ব্রাউনিশ আইশ্যাডো দিন। চোখের হাইলাইটসে সিমারি শ্যাডো লাগান। এবার চোখে টেনে আইলাইনার দিন। ডার্ক ব্রাউন কালার শ্যাডো দিয়ে আইব্রো শেপ করে নিন। চোখের নিচের দিকে একটু কাজল দিতে পারেন। আইল্যাশ লাগিয়ে গাঢ় করে মাশকারা দিন। এবার ঠোঁটে স্কিন কালার লিপস্টিক দিন। হালকা একটু গ্লস দিতে পারেন। চুলগুলো সামনের দিকে হালকা পাফ করে নিন। পেছনের চুলগুলো পেঁচিয়ে ওপরের দিকে ক্লিপ দিয়ে আটকে নিন। ব্যস, মেকআপ পরিপূর্ণ।ছিমছাম পোশাক
যেহেতু রাতের পার্টি তাই পোশাকের রংটা কালো হওয়াই ভালো। আজকাল প্রিন্টেড লিনেন কাপড়ের ওপর লং টপস কিনতে পাওয়া যায়। হাঁটুর নিচ পর্যন্ত লম্বা এ ধরনের টপসগুলো ওয়েস্টার্ন আউটফিট হিসেবে কিন্তু দারুণ। এর ওপর কালো একটি কটি পরতে পারেন। উঁচু গলার এই টপসের সঙ্গে কটির মিশ্রণ, আপনাকে দেখতে অসাধারণ লাগবে।
গয়নার বাহার
টপস মানেই সঙ্গে ভারী ভারী গয়নাগাঁটি। এ ক্ষেত্রে গলার অনুষঙ্গকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। পুতি এবং মেটালের মিশ্রণে গলায় ভারী একটি হার পরুন। মাল্টিকালারের হার পরতে পারেন। আর কানে পরুন ছোট্ট একটি দুল। হাতে ব্রেসলেট পরতে পরেন। দেখতে খারাপ লাগবে না।
জুতা বাছাই
এ ধরনের ওয়েস্টার্ন আউটফিটের সঙ্গে হাইহিল জুতা ভীষণ ভালো লাগে। অফহোয়াইট কালারের শু জুতার সঙ্গে লং টপস মানায় ভালো।
ফিনিশিং টাচআপ
সবশেষে ফিনিশিং পাউডার দিয়ে মেকআপটা টাচআপ করে নিন। হাত-পায়ে পাফ দিয়ে হালকা করে প্যানকেক লাগিয়ে নিন। মিষ্টি ঘ্রাণের পারফিউম লাগান। আপনার পুরো সাজ পোশাকের সঙ্গী হতে পারে একটি পার্টি ক্লচ। ব্যস, পরিপাটি মেকআপ আর ছিমছাম ওয়েস্টার্ন আউটফিটে উপভোগ করুন বৃষ্টির নিমন্ত্রণ।
নিজেই নিজের মেকওভার করেছেন বিউটি এক্সপার্ট ফারনাজ আলম। ছবি : সৈয়দ অয়ন