চুলের যত্নে ৭টি কার্যকরী প্যাক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/08/28/photo-1440763865.jpg)
রোদ, ধুলোবালি আর ময়লার কারণে চুলের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হয়। চুল হয়ে পরে প্রাণহীন এবং অনুজ্জ্বল। তাই নিয়মিত চুলে ঘরোয়া প্যাক ব্যবহার করুন। লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই জানিয়েছে চুলের যত্নে কী ধরনের প্যাক উপকারী। জেনে নিন কোন প্যাকগুলো আপনার চুলের জন্য কার্যকরী।
নারিকেলের দুধ ও মধুর প্যাক
এক টেবিল চামচ মধুর সঙ্গে আধা কাপ নারকেলের দুধ মিশিয়ে মাথার ত্বকে এবং চুলে ভালোভাবে মেখে ২০ মিনিট অপেক্ষা করুন। এবার শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এতে চুলের তেলতেলে ভাব দূর হবে এবং চুল হবে ঝলমলে।
কলা, ডিম ও অলিভ অয়েলের প্যাক
একটি কলার সঙ্গে একটি ডিমের সাদা অংশ ও দুই টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে চুলে লাগিয়ে ২০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতি মাসে একবার এই প্যাক চুলে লাগালে আপনার মাথার ত্বক পরিষ্কার থাকবে এবং চুলের গোড়া মজবুত হবে।
অ্যাভোকাডোর প্যাক
অ্যাভোকাডো চটকে নিয়ে পুরো চুলে মেখে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে চুলের রুক্ষতা দূর হয় এবং চুল হয় প্রাণবন্ত।
মধু ও আমন্ড অয়েলের প্যাক
আমন্ড অয়েল চুল পরা রোধ করে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং এ আছে। সমান পরিমাণে মধু এবং আমন্ড অয়েল একসঙ্গে মিশিয়ে মাথার তালুতে লাগান। এতে চুল পড়া সমস্যার সমাধান হবে।
ডিম, লেবুর রস ও টকদই
ডিমের সঙ্গে এক টেবিল চামচ লেবুর রস এবং এক টেবিল চামচ টকদই ভালোভাবে মিশিয়ে চুলে লাগান। এভাবে ১৫ দিন পরপর চুলে এই প্যাক ব্যবহার করুন। লেবুর রস খুশকি দূর করে, ডিম চুলকে ঝলমলে করে আর টকদই চুলে ময়েশ্চারাইজারের কাজ করে।
স্ট্রবেরি ও টকদইয়ের প্যাক
দু-তিনটি স্ট্রবেরি চটকে নিয়ে এর সঙ্গে দুই চা চামচ টকদই একসঙ্গে মিশিয়ে চুলে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। তৈলাক্ত চুলের জন্য এই প্যাক খুবই কার্যকরী।
মেয়নেজের প্যাক
পুরো চুলে মেয়নেজ মেখে ২০ মিনিট পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এটি রুক্ষ চুলে প্রাণ ফিরিয়ে আনে।