নেত্রকোনায় চতুর্থ শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা!
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/09/10/photo-1441897201.jpg)
নেত্রকোনায় মিতু আক্তারের (১১) নামের চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। শহরের ধারিয়া গ্রামে গতকাল বুধবার রাত ১০টার দিকে ঘরে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে নেত্রকোনা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
ধারিয়া গ্রামের বাবুল খানের মেয়ে মিতু খতীবনগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।
নেত্রকোনার আধুনিক সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নওশাদ আলম জানান, শিশুটির গলায় কালো দাগ ছিল। মৃত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
নেত্রকোনা পৌর প্যানেল মেয়র হেলাল উদ্দিন শেখ জানান, মৃত্যুর পর রাত সাড়ে ১২টার দিকে ময়নাতদন্ত ছাড়াই মিতুর লাশ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়ার দাবি জানায় তার পরিবার। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন আকন্দ পরিবারের এক লিখিত দাবি গ্রহণ করে লাশ নিয়ে যাওয়ার অনুমতি দেন।
নেত্রকোনার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল জানান, মায়ের সামান্য বকাঝকার কারণে শিশুটি রাগে অভিমানে আত্মহত্যা করেছে।