ফারনাজ আলম মেকওভার
কালোয় অভিজাত লুক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/10/04/photo-1443951394.jpg)
সাধারণত পার্টি পোশাক হিসেবে কালো রংকেই বেছে নেওয়া হয়। আর পশ্চিমা পোশাকগুলো কালো রঙেই বেশি মানায়। তবে কালো রঙের পোশাকের সঙ্গে সাজটাতেও চাই অভিজাত লুক। ভাবছেন, কীভাবে এই মেকআপ করবেন? চিন্তার কোনো কারণ নেই। আপনাদের সুবিধার্থে কালো রঙের পোশাকের সঙ্গে মানানসই মেকআপের খুঁটিনাটি বিষয় এবং প্রতিটি ধাপ নিজ হাতে করে দেখিয়েছেন ওমেন্স ওয়ার্ল্ডের পরিচালক ও অ্যাসথেটিশিয়ান ফারনাজ আলম।
ফারনাজ আলম কানাডার ইউনিভার্সিটি অব টরন্টো থেকে ত্বক বিষয়ে গ্র্যাজুয়েশন শেষ করেছেন। কানাডায় থাকার সময় ম্যাক কসমেটিকসের সঙ্গে বেশ কিছুদিন কাজও করেছেন তিনি। সেখানে ডার্মাটোলজিতেও কোর্স করা আছে ফারনাজের। এরপর লন্ডনের নর্থ আম্বরিয়া ও মালয়েশিয়ার টেইলোরস থেকে আর্কিটেকচারের ওপর দুটি ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি অ্যাসথেটিকসের ওপর পড়াশোনা করেন, যা ২০১১ সালে শেষ করেন।
বর্তমানে মায়ের প্রতিষ্ঠানে ডিরেক্টরের আসনে রয়েছেন। বিশ্বের ১০ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে ল’রেল কন্টেস্টে ফাইনালিস্ট হয়েছেন ফারনাজ আলম। বর্তমানে ল’রেল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে রয়েছেন তিনি।
কালো রঙের পোশাকের সঙ্গে সাজ কেমন হবে, জানতে চাইলে বিউটি এক্সপার্ট ফারনাজ আলমের পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন :
অভিজাত মেকআপ
গরমে মুখ এমনিতেই ঘামায়। আর কালো পোশাকে গরম একটু বেশিই লাগে। তাই প্রথমে মুখ ভালো করে ধুয়ে এক টুকরা বরফ ঘষে নিন। এতে গরমে মুখ ঘামাবে না। এবার সামান্য লিকুইড ফাউন্ডেশন হাতে নিয়ে একটি বাফিং ব্রাশ দিয়ে বেইজ করে নিন। পাফ ভিজিয়ে মুখে হালকাভাবে প্যানকেক দিয়ে বেইজটা ভারী করে নিন। এতে মেকআপটা ভালোভাবে সেট হবে।
পুরো মুখে প্যানকেন হালকা চেপে ত্বকের সঙ্গে মিশিয়ে দিন। মুখের মেকআপের পাশাপাশি গলায় ও হাতে পাফ দিয়ে হালকা মেকআপ করে নিন। এতে মুখের সঙ্গে গলা ও হাতের সামঞ্জস্য থাকবে। বেইজের ক্ষেত্রে সবশেষে ফিনিশিং পাউডার দিয়ে পুরো মেকআপ সেট করে নিন।
থিক একটি ব্রাশ দিয়ে মুখে ভালো করে পাউডার ব্লেন্ড করে দিন। ডার্ক ব্রাউন কালার কন্টোরিং পাউডার দিয়ে দুই পাশের গালে কন্টোরিং করে নিন। চিক ও কানের মাঝখান থেকে একটু নিচ পর্যন্ত টেনে কন্টোরিং করে নিন। তবে মনে রাখবেন, মুখের শেপ অনুযায়ী কন্টোরিং করা ভালো। এবার দুই চিকে ব্রাউন কালার ব্লাশন দিন। চোখে হালকা ব্রাউন কালার আইশ্যাডো দিন। সবশেষে হাইলাইটে সিমারি হোয়াইট কালার আইশ্যাডো দিন।
চোখকে প্রমিনেন্ট করতে টেনে আইলাইনার ব্যবহার করুন। আপনি চাইলে আইল্যাশ ব্যবহার করতে পারেন। এবার গাঢ় করে মাশকারা দিন। ডার্ক ব্রাউন আইব্রো শ্যাডো বেছে নিন। চিকন ব্রাশের সাহায্যে এই আইব্রো শ্যাডো দিয়ে আইব্রো শেপ করে নিন। এবার ব্রাউন অথবা স্কিন কালারের লিপস্টিক দিন। সবশেষে সিমারি পিংকিশ গোল্ডেন লিপগ্লস দিন। চুল উঁচু করে পনিটেল করে নিন। দেখতে ভালো লাগবে।
পোশাকের ধরন
যেহেতু এখানে পশ্চিমা পোশাকের কথা বলা হয়েছে, সেহেতু কালো জিন্সের ওপর ছোট কালো একটি টপস পরতে পারেন। টপসের সামনের দিকে সোনালি রঙের কাজ থাকলে দেখতে বেশ গর্জিয়াস লাগবে। সবশেষে গায়ে জড়াতে পারেন ছোট কালো ব্লেজার। তবে এটি নির্ভর করছে কোন অনুষ্ঠানে আপনি যাচ্ছেন। আপনি চাইলে শুধু জিন্স আর টপস পরতে পারেন। দেখতে মন্দ লাগবে না।
অনুষঙ্গের বাহার
সাধারণত পশ্চিমা পোশাকের সঙ্গে খুব বেশি জমকালো অনুষঙ্গ পরলে ভালো লাগে না। তাই ছিমছাম থাকাটাই ভালো। কানে ছোট একটি দুল পরতে পারেন। হাতে আর গলায় কিছু না পরলেও চলবে।
জুতা ও ব্যাগ বাছাই
জিন্সের সঙ্গে হাই হিল বেশি ভালো মানায়। তাই একটু কন্ট্রাস্ট রঙের হাই হিল বেছে নিন। দেখতে ভালো লাগবে। আর কাঁধে লম্বা করে ঝুলিয়ে নিন ছোট একটি ক্লচ ব্যাগ। ব্যস, ছিমছাম সাজে আভিজাত্য ফুটে উঠবে আপনার চেহারায়।