কুড়িগ্রামে জামায়াত-শিবিরের চার নেতা-কর্মী গ্রেপ্তার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/10/07/photo-1444214650.jpg)
কুড়িগ্রামে জামায়াত-শিবিরের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোররাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এঁরা হলেন জামায়াতকর্মী শফিকুল হক, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার ছাত্র শিবিরের কোষাধ্যক্ষ শাহ্ আলম, শিবিরকর্মী আব্দুল আউয়াল ও নুরুজ্জামান।
সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রুহানী জানান, তাঁরা বিভিন্ন নাশকতার মামলার আসামি এবং প্রধানমন্ত্রীর সফরে নাশকতা সৃষ্টির আশঙ্কায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
আগামী ১৫ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুড়িগ্রাম সফরে যাওয়ার কথা রয়েছে।