আরো পাঁচ বছর ক্রিকেট খেলতে চান গেইল
ক্যারিবীয় মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইলের বয়স ৪১ ছাড়িয়েছে বেশ কিছুদিন হয়েছে। জাতীয় দলে খুব একটা নিয়মিত না হলেও এখনো বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে থাকেন তিনি। তাই অনেকদিন ধরেই আলোচনা হচ্ছে, কবে অবসর নেবেন তিনি।
আবশ্য এখনই অবসর নিতে চান না গেইল। এ বছর ভারতে এবং আগামী বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চান তিনি। এই দুটি বিশ্বকাপ খেলেই অবসর নিয়ে ভাববেন বলে জানিয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে, গেইল এখন শুধু টি-টোয়েন্টি ক্রিকেট খেলে থাকেন। গত আইপিএলে পাঞ্জাবের হয়ে তাঁর পারফরম্যান্স ছিল বেশ ভালো।
অবসর প্রসঙ্গে গেইল বলেন, ‘এখনই অবসর নিয়ে কোনো পরিকল্পনা নেই আমার। আমি বিশ্বাস করি, আরো পাঁচ বছর ক্রিকেট চালিয়ে যেতে পারব। ৪৫-এ পা দেওয়ার আগে অবসরের কোনো সম্ভাবনাই নেই।’
১৯ বছর বয়সে জ্যামাইকার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল গেইলের। এরপর ১৯৯৯ সালের সেপ্টেম্বরে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। এর ছয় মাস পর টেস্ট ম্যাচ খেলেন তিনি।
টেস্ট ক্রিকেটে দুইবার ত্রি-শতক হাঁকিয়েছেন গেইল। ২০০৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩১৭ ও ২০১০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৩৩ করেছিলেন তিনি। ২০১২ সালে টেস্টের প্রথম বলেই ছক্কা মেরেছিলেন তিনি। ২০০৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্ট ম্যাচে ক্রিস গেইল টেস্ট ক্রিকেট ইতিহাসে পঞ্চম দ্রুততম সেঞ্চুরি করেন। তিনি মাত্র ৭০ বলে সেঞ্চুরি করেছিলেন। কিন্তু ১০২ রান করে আউট হন। এ ইনিংসে বেশ কিছু ছক্কা মারেন।