কোচিংয়ের মাধ্যমে ক্রিকেটে অবদান রাখতে চান হান্নান
হান্নান সরকার বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন, এটি সবার জানা। রোববার (২ ফেব্রুয়ারি) এক বছরের যাত্রা শেষে পদত্যাগে ঘোষণা দেন তিনি। মূলত, পুরোনো কাজ কোচিংয়ে ফিরে যেতেই তার এমন সিদ্ধান্ত। হান্নান নিজেই জানিয়েছেন, কোচিংয়ের মাধ্যমে আরও বেশি অবদান রাখতে চান দেশের ক্রিকেটে।
পদ ছাড়ার ঘোষণা দেওয়ার পর রোববার গণমাধ্যমের মুখোমুখি হন হান্নান। তিনি বলেন, ‘যদিও নির্বাচকের কাজটি আনন্দদায়ক ও সম্মানজনক। আমি মনে করি আমার ভবিষ্যৎ ক্যারিয়ার কোচিংয়ে। বিশ্বাস করি কোচিংয়ের মাধ্যমে আমি বাংলাদেশের ক্রিকেটে আরও বেশি অবদান রাখতে পারব। এমন নয় যে হঠাৎ করেই এই সিদ্ধান্ত নিয়েছি। অনেক দিন ধরেই এ বিষয়টি নিয়ে ভাবছিলাম।’
২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় দলের নির্বাচক হিসেবে বিসিবিতে যাত্রা শুরু হয় হান্নান সরকারের। ঠিক এক বছরের মাথায় দায়িত্ব ছাড়লেন তিনি। সাবেক এই ক্রিকেটার এমন সময় পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, যখন দরজায় কড়া নাড়ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তিনি সরে যাওয়াতে নির্বাচক প্যানেলে এখন আছেন দুজন। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ও নির্বাচক আব্দুর রাজ্জাক।
জাতীয় দলে কাজ করার আগে বয়সভিত্তিক দলে কাজ করেছিলেন হান্নান সরকার। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের নির্বাচক প্যানেলে ছিলেন তিনি। দীর্ঘদিন বয়সভিত্তিক ক্রিকেটে নির্বাচকের দায়িত্ব পালন করা হান্নানকে গত বছর আনা হয় জাতীয় দলের দায়িত্বে।