ভারতকেই কৃতিত্ব দিলেন ইংলিশ অধিনায়ক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/03/07/root.jpg)
চেন্নাইতে প্রথম টেস্টে জয়ের পরও ৩-১ ব্যবধানে সিরিজ হেরেছে ইংল্যান্ড। হারের পর ইংলিশ অধিনায়ক জো রুট স্বীকার করলেন, সব দিক থেকেই এগিয়ে ছিল ভারত। দক্ষতা দেখিয়েই এই সিরিজ জিতেছে বিরাট কোহলির দল।
গতকাল শনিবার আহমেদাবাদে চতুর্থ টেস্টে ইংল্যান্ডকে ইনিংস ও ২৫ রানে হারিয়ে ভারত। এই জয়ের মাধ্যমে সিরিজ জেতার পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলাও নিশ্চিত করে কোহলির দল। ম্যাচটিতে ইংল্যান্ড প্রথম ইনিংসে ২০৫ রান করে। দ্বিতীয় ইনিংসে ১৩৫ রানেই থেমে যায় তারা। আর ভারত প্রথম ইনিংসে করেছিল ৩৬৫ রান।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে ইংলিশ অধিনায়ক জো রুট বলেন, ‘ভারত দক্ষতার দিক দিয়ে আমাদের চেয়ে এগিয়ে ছিল। এই পিচে কীভাবে ব্যাট করতে হয়, কীভাবে বল করতে হয়, সেটা বুঝিয়ে দিয়েছে তারা। এমনটা বলা খুবই বোকামির যে, এমন পিচে ব্যাট করা একেবারে অসম্ভব ছিল। আমরা সেটা বলছি না। এসব পিচে কেমন খেলা উচিত, সেটা ভারত খুব দ্রুত ধরে ফেলেছিল। কয়েকটা ক্ষেত্রে আমরা হয়তো পিচের চরিত্র ঠিকমতো আন্দাজ করতে পারিনি।’
চতুর্থ টেস্টে ভারতের ভিত গড়ে দিয়েছেন পন্ত। সেই প্রসঙ্গও তুললেন রুট, ‘একটা সময় আমরা এই টেস্টে ভালো জায়গায় ছিলাম। ১২১ রানের মধ্যে ওদের পাঁচ উইকেট পড়ে গিয়েছিল। কিন্তু সেখান থেকে পন্ত ম্যাচটি বের করে নিয়ে যায়। ওয়াশিংটন সুন্দরও খুব ভালো ব্যাট করেছে। ওদের জুটিটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেল।’
ইংলিশ তারকা আরও বলেন, ‘ওর (পন্ত) বিরুদ্ধে বল করা বেশ কঠিন। ওর হাতে এত শট যে আটকে রাখা মুশকিল। টেস্টে ৬০০ উইকেট আছে এমন পেসারকে (অ্যান্ডারসনকে) রিভার্স স্কুপে বাউন্ডারি মারল পন্ত! এতে যেমন দক্ষতাও লাগে, সে রকম সাহসও লাগে।’