শীতে কোন রঙের নেইলপলিশ লাগাবেন?
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/11/10/photo-1447157346.jpg)
নেইলপলিশ কমবেশি সব নারীরই পছন্দ। আবার সব রঙের নেইলপলিশ সব সময় ভালোও লাগে না। কেউ পোশাকের সঙ্গে মিলিয়ে নেইল পলিশ লাগায়, কেউ পরিবেশ অনুযায়ী নেইল পলিশ দেয়। কেউবা নিজের পছন্দের রঙের নেইলপলিশই বারবার ব্যবহার করেন। আপনি কি জানেন ঋতু অনুযায়ীও নেইলপলিশের রং আছে? কি অবাক হলেন? অবাক হওয়ার কিছু নেই। গরম ও শীত অনুযায়ী নেইলপলিশের রং আলাদা হয়ে থাকে।
এই শীতে কোন রঙের নেইলপলিশ ব্যবহার করবেন সে সম্বন্ধে কিছু পরামর্শ দেওয়া হয়েছে হাফিংটন পোস্টে। চলুন, এক নজরে জেনে নিন নেইলপলিশের রংগুলো কী কী।
ডার্ক বেরি
আপনি যদি হাতে ন্যাচারাল লুক রাখতে চান তাহলে ডার্ক বেরি রঙের নেইলপলিশ ব্যবহার করতে পারেন। এটি দেখতে অনেক সুন্দর। আর কালারফুল যেকোনো পোশাকের সঙ্গে এই রংটি ভালো মানাবে। শীতে যে কয়েকটি রঙের নেইলপলিশ ব্যবহৃত হয় তার মধ্যে ডার্ক বেরি রংটি বেশ জনপ্রিয়। কারণ, এই রং যেকোনো বয়সেই ভালো মানায়।
ডাস্টি টেয়াল
সামান্য ইয়েলো টোন আবার গ্রিনিশ ভাব আছে, সেই সঙ্গে আইসি টোন। নেইলপলিশের এই রংটি বেশ স্টাইলিশ। এবারের শীতে ব্যবহার করে দেখতে পারেন। ভালো লাগবে। আপনি যেকোনো জায়গায় নেইলপলিশের এই রং ব্যবহার করতে পারেন। ব্যবহারের সময় আপনি চাইলে এর টোন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। গাঢ় রঙেও এটি ভালো লাগবে আবার হালকা রঙেও ভালো মানাবে।
চকলেট ব্রাউন
যেকোনো পশ্চিমা পোশাকের সঙ্গে আপনি চকলেট ব্রাউন রঙের নেইলপলিশ করতে পারেন। এই রং যে কাউকেই মানিয়ে যায় সহজে। অবশ্য এলিগেন্ট লুকের সঙ্গে এই রং ভালো মানায়। তাই পার্টি অনুযায়ী আপনি চকলেট ব্রাউন রংটি বাছাই করতে পারেন। তবে সাদামাটা পোশাকের সঙ্গে নেইলপলিশের এই রং না পরলেই ভালো লাগবে।
কোবল্ট ব্লু
সচরাচর শীতের বিকেল এই রং বেশি ভালো মানায়। পুরো কালো রঙের পোশাকের সঙ্গে এই রং ব্যবহার করতে পারেন। রাতের কোনো অনুষ্ঠানেও কোবল্ট ব্লু রঙের নেইলপলিশ লাগাতে পারেন। দেখতে ভালো লাগবে। সবসময় কনট্রাস্ট কালারের পোশাকের সঙ্গে এই নীল রং এক নিমেষই মানিয়ে যায়।
লাইট ল্যাভেন্ডার
যাঁরা সাদা রঙের ভক্ত তাঁরা এই শীতে লাইট ল্যাভেন্ডার ব্যবহার করতে পারেন। এই রঙের নেইলপলিশ ব্যবহারে আপনার হাত বেশ সতেজ লাগবে। সাদার মধ্যে মাঝে মাঝে একটি হালকা বেগুনির আভা দেখা যাবে। যা হাতকে আরো স্টাইলিশ করে তুলবে সহজেই।
মেটালিক নুড
শিমারি, গোল্ডেন রঙের এই নেইলপলিশ সব পোশাকের সঙ্গেই মানানসই। অফিস, পার্টি বা বিয়ে সব জায়গায়ই মেটালিক নুড রঙের নেইলপলিশ পরতে পারেন। এমনকি হাতে যে নেইলপলিশ ব্যবহার করছেন সেটি বোঝারও কোনো উপায় থাকবে না। এতটাই স্বচ্ছ লাগবে যে স্বাভাবিক হাত মনে হবে।
স্কারলেট রেড
গাঢ় লাল রঙের চল সব ঋতুতেই থাকে। তবে শীতে একটু বেশিই ভালো লাগে। তাই এবার স্কারলেট রেড রঙের নেইলপলিশ বেছে নিন। উৎসব-আয়োজনে লাল রং বরাবরই পছন্দের শীর্ষে থাকে। তাই স্কারলেট রেড রঙের নেইলপলিশ পরে আপনিও হয়ে উঠুন স্টাইলিশ।