চুলে টকদই ও ডিম লাগাবেন যেভাবে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/12/03/photo-1449156484.jpg)
টকদই ও ডিমের মিশ্রণে তৈরি প্যাক চুলের জন্য বেশ কার্যকর। ডিম নতুন চুল গজাতে সাহায্য করে, চুলের গোড়া মজবুত করে এবং চুলকে ঝলমলে করে। ডিমে প্রোটিনের পাশাপাশি ভিটামিন ও মিনারেল রয়েছে, যা স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য জরুরি। আর টকদই চুলের ময়েশ্চারাইজার ধরে রাখে। টকদই ও ডিমের মিশ্রণ চুলে ডিপ প্রোটিনের কাজ করে। কয়েকটি ধাপে চুলে টকদই ও ডিম ব্যবহার করুন। তাহলে সঠিক উপায়ে চুল পুষ্টি পাবে।
কীভাবে চুলে টকদই ও ডিম ব্যবহার করবেন সে সম্বন্ধে কিছু পরামর্শ দেওয়া হয়েছে লাইফস্টাইল-বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ে।
প্যাক তৈরি করুন
যদি আপনার চুল শুষ্ক হয় তাহলে দুই থেকে তিন টেবিল চামচ টকদইয়ের সঙ্গে একটি ডিম মেশাবেন আর যদি তৈলাক্ত চুল হয় তাহলে শুধু ডিমের সাদা অংশ মেশাবেন। যদি চুলের শুষ্কতা দূর করতে চান তাহলে এর সঙ্গে এক টেবিল চামচ নারিকেল তেল বা অলিভ অয়েল মিশিয়ে নিন।
চুল ও মাথার ত্বকে প্যাক লাগান
পুরো চুলে প্যাকটি ভালোভাবে লাগান। মাথার ত্বকে লাগানোর সময় হালকাভাবে ম্যাসাজ করুন। এই ম্যাসাজ নতুন চুল গজাতে সাহায্য করবে।
চুল পেঁচিয়ে রাখুন
এই প্যাক লাগানোর পর চুল ভালো করে পেঁচিয়ে রাখুন। অথবা তোয়ালে দিয়েও পেঁচিয়ে রাখতে পারেন। ১৫ থেকে ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করুন। এর ফলে চুল সঠিক পরিমাণে পুষ্টি পাবে।
শ্যাম্পু করে ফেলুন
প্রথমে পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এবার মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ভালোভাবে ধুয়ে ফেলুন। এতে ডিমের গন্ধ দূর হবে এবং চুল ঝরঝরে হবে। এবার চুলে কন্ডিশনার লাগিয়ে এক মিনিট পর ধুয়ে ফেলুন।
বাতাসে শুকিয়ে ফেলুন
মনে রাখবেন, কখনোই হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাবেন না। এতে চুল অনেক রুক্ষ হয়ে যায়। তাই বাতাসে চুল শুকানোর চেষ্টা করুন। চুলো পুরোপুরি শুকিয়ে গেলে চিরুনি দিয়ে আঁচরে নিন।