বাংলাদেশে হামলার পরিকল্পনার দায়ে অস্ট্রেলিয়ায় যুবকের কারাদণ্ড
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/10/12/australia.jpg)
বাংলাদেশে হামলার পরিকল্পনার দায়ে অস্ট্রেলিয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত নওরোজ রায়েদ আমিন (৩০) নামের এক যুবককে পাঁচ বছর চার মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত নওরোজ রায়েদ আমিন সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের কট্টর সমর্থক ছিলেন বলে জানায় দ্য সিডনি মর্নিং হেরাল্ড। সেসময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুজনকে বাংলাদেশ সফরের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।
দুই বছর নজরদারিতে রাখার পর জঙ্গি হামলার প্রস্তুতি নেওয়ার অভিযোগে ২০১৮ সালের জুনে নওরোজ রায়েদ আমিনকে আটক করা হয়।
গতকাল সোমবার নিউ সাউথ ওয়েলস সুপ্রিম কোর্টের বিচারক পিটার গার্লিং বলেন, ‘নওরোজ রায়েদ আমিন স্বীকার করেছেন যে, বোমা তৈরি শেখাতে পারে এমন একজনকে খুঁজছিলেন তিনি। তবে নওরোজ দাবি করেছেন, এগুলো শুধু বাংলাদেশে ব্যবহারের চিন্তা করেছিলেন, অস্ট্রেলিয়ায় নয়।’
এর আগে ২০১৬ সালের ৭ ফেব্রুয়ারি বাংলাদেশে আসার উদ্দেশ্যে রওনা হলে সিডনি বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয় বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয় এই যুবককে। এ সময় তিনি বিশেষ ধরনের বুট জুতা পরিহিত ছিলেন এবং তাঁর স্যুটকেস থেকে তিন জোড়া ট্রাউজার, এক জোড়া মার্শাল আর্টের হাতমোজা এবং বাংলাদেশি ও অস্ট্রেলীয় মুদ্রা পাওয়া যায়।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2021/10/12/australia-insert.jpg 687w)
বাংলাদেশে আসতে চাওয়ার সময় নওরোজের কাছ থেকে একটি পেনড্রাইভ উদ্ধার করেছিলেন নিরাপত্তাকর্মীরা। তাতে আইএসের জঙ্গি হামলা সম্পর্কিত তথ্য পাওয়া যায়। পেনড্রাইভে আইএসের ম্যাগাজিনের ১০টি সংখ্যা পাওয়া যায়। এ ছাড়া ‘দ্য এনার্কিস্ট কুকবুক নামের একটি বোমা তৈরির ম্যানুয়াল পাওয়া যায়।