মক্কায় করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের মক্কায় করোনায় মৃত বাংলাদেশি তারেক সিকদার। ছবি : সংগৃহীত
সৌদি আরবের মক্কায় করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
মৃত বাংলাদেশি হলেন তারেক সিকদার (৪৩)। তিনি কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী করিম সিকদারপাড়ার বাসিন্দা। তাঁর বাবার নাম হাজি রমজান আলী সিকদার।
আজ সোমবার মৃত তারেকের চাচা মক্কা প্রবাসী শহিদ সিকদার এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।
খোঁজ নিয়ে জানা যায়, তারেক সিকদার ১৯ দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মক্কার কিং আবদুল আজিজ হাসপাতালে ভর্তি হন। সেখানে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। অবশেষে মৃত্যুর সঙ্গে লড়ে আজ সোমবার স্থানীয় সময় ভোর ৫টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারেকের মৃত্যু হয়।
তারেক সিকদার মক্কার নোউজায় একটি মুদির দোকানে কর্মরত ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে মক্কায় ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।