কুয়েতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন
বঙ্গবন্ধু ফাউন্ডেশন কুয়েত শাখার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে সংগঠনটি। বাংলাদেশ আওয়ামী লীগের কুয়েত শাখার সব সংগঠনের নেতারা এই সম্মেলনে উপস্থিত ছিলেন।
কুয়েত সিটির গুলশান হোটেলে গত বৃহস্পতিবার রাতে নতুন আহ্বায়ক কমিটির নেতাদের সম্মেলনে পরিচয় করিয়ে দেওয়া হয়। সংগঠনটির আহ্বায়ক এস এম ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুয়েত আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আবদুর রব।
এ ছাড়া আবদুল খালেক চৌধুরী, আশরাক আলী ফেরদৌস, শামীম আহমেদ সবুজ, কাজী সামসুল আলম, শ্রমিক লীগ সভাপতি মোহাম্মদ হানিফ মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ করিম, যুবলীগ সভাপতি ইমাম উদ্দিন বাদল, সাধারণ সম্পাদক তৌহিদুল আলম, প্রজন্ম লীগের সভাপতি মইনুল আল ইসলামসহ অসংখ্য প্রবাসী নেতা ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
দলীয় নেতা মইনুল ইসলাম উজ্জ্বলের সঞ্চালনায় অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন দলটির প্রতিষ্ঠাতা সভাপতি মশিউর মালেক। তিনি তাঁর শুভেচ্ছা বক্তব্যে কুয়েতে একটি শক্তিশালী কমিটি গঠনসহ এর প্রকল্প বাস্তবায়নে সবাইকে কাজ করার আহ্বান জানান।