শেয়ার ডিম্যাট করার জন্য আহ্বান জানিয়েছে আইসিবি

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর শেয়ারহোল্ডারদের মধ্যে যাদের শেয়ার এখনও ডিম্যাট করা হয়নি, তাদের ডিম্যাট করিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে।
সংস্থাটির ৪৮তম বার্ষিক সাধারণ সভাকে (এজিএম) সামনে রেখে এই আহ্বান জানিয়েছে কোম্পানিটি।
সম্প্রতি আইসিবি সূত্রে এই তথ্য জানা গেছে।
অন্যদিকে, যেসব শেয়ারমালিক ইতোমধ্যে তাঁদের শেয়ার ডিম্যাট করেছেন কিন্তু বোনাস শেয়ার বিও হিসাবে ক্রেডিটের জন্য আবেদন করেননি, তাদেরকে আবেদনপত্রসহ বিও হিসাব নম্বর আইসিবিতে সরবরাহ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে আইসিবি।
আইসিবির এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আইসিবির সম্মানিত শেয়ার মালিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আইসিবির ৪৭তম বার্ষিক সাধারণ সভা যথাসময়ে অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। আইসিবির সম্মানিত শেয়ার মালিকদের তাঁদের নিজ নিজ বিও অ্যাকাউন্টে উল্লেখিত ব্যাংকের নাম, শাখার নাম, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, রাউটিং নম্বর, ১২ ডিজিটের (ইটিন), যোগাযোগের ঠিকানা এবং ইমেইলবিষয়ক সঠিক তথ্য নিজ নিজ বিও হিসাবে হালনাগাদ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
এছাড়া, যে সব শেয়ারমালিক এখনও কাগুজে শেয়ার ডিম্যাট করেননি তাঁদের অবিলম্বে আইসিবি শেয়ারসমূহ ডিম্যাট করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।