ডিএসইতে বড় উত্থানে সূচক, ২৪২ কর্মদিবসের সেরা লেনদেন আজ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আজ রোববার (৩১ আগস্ট) লেনদেন হয়েছে এক হাজার ২৯৬ কোটি টাকা। এটি গত ১২ মাস ২০ দিন বা ২৪২ কর্মদিবসের মধ্যে সেরা লেনদেন। আজ ডিএসইর সব ধরনের সূচকের উত্থান হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৭৬ পয়েন্ট। আগের কর্মদিবস বৃহস্পতিবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে ৯ হাজার ৬৯২ কোটি টাকা। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর উত্থান হয়েছে।
ডিএসইতে শেয়ার কেনার চাপে আজ লেনদেন শুরুর প্রথম ১৫ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ৭৪ পয়েন্ট। বেলা বাড়ার পর শেয়ার কেনার চাপের গতি ছিল স্থিতিশীল। লেনদেন শেষে এদিন সূচক ডিএসইএক্স উত্থান হয় ৭৬ দশমিক ৪৪ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৫৯৪ দশমিক ৩৯ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক ৩৬ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৯৩ দশমিক ৭২ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক ২০ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২২৭ দশমিক ৭০ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে এক হাজার ২৯৬ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল এক হাজার ১৩২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার। গত মঙ্গলবার লেনদেন ছিল এক হাজার ২৪৭ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার। এর আগে গত বছরের ১১ আগস্ট লেনদেন হয়েছিল দুই হাজার ১০ কোটি আট লাখ টাকা। গত ১২ মাস ২০ দিন বা ২৪২ কার্যদিবসের মধ্যে সেরা আজকের এই লেনদেন। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ২৮ হাজার ৪৮ কোটি ৭৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার মূলধন ছিল সাত লাখ ১৮ হাজার ৩৫৬ কোটি এক লাখ টাকা। এক কর্মদিবস ব্যবধানে বাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৬৯২ কোটি টাকা।
আজ লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২০১টির এবং কমেছে ১৪১টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫৬টির। আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাভেলো আইসক্রিমের শেয়ার। কোম্পানিটির ৩৬ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রবির ৩২ কোটি ৭০ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ২৭ কোটি ৮৪ লাখ টাকা, সিটি ব্যাংকের ২৫ কোটি ৮০ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ২৩ কোটি ২০ লাখ টাকা এবং সোনার বাংলার ২১ কোটি ৯৮ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ২০ কোটি ৬১ লাখ টাকা এবং অগ্নি সিস্টেমসের ২০ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে পিপলস লিজিংয়ের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ছয় দশমিক ৬৬ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ইভেন্স টেক্সটাইলসের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।