বড় উত্থানে সূচক, বেড়েছে ৭০ কোম্পানির দর

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বড় ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট)। এদিন প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৭৫ পয়েন্ট। এদিন লেনদেন বেড়ে ১১শ কোটি টাকার ঘরে অবস্থান করেছে। লেনদেনে অংশ নেওয়া ৭০ কোম্পানির শেয়ার দরে উত্থান হয়েছে। আগের কর্মদিবস বুধবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে পাঁচ হাজার কোটি টাকার বেশি।
অন্যান্য খাতের কোম্পানির তুলনায় ব্যাংক, বিমা, প্রকৌশল ও রসায়ন প্রতিষ্ঠানের মূলধন বেশি, শেয়ার সংখ্যাও বেশি। এসব খাতের অধিকাংশ কোম্পানির শেয়ার যেদিন দরপতন হয় সেইদিন পুঁজিবাজারে চিত্র মন্দা থাকে। কিন্তু আজ বিমা বাদে বাকী তিন খাত ভাল করেছে। এছাড়া আইটি, সেবা আবাসন ও টেলিকম এই তিন খাতে ১৮টি প্রতিষ্ঠান পুঁজিবাজারে তালিকাভুক্ত। আজ এই তিন খাতের সব কোম্পানির শেয়ার দর বেড়েছে। সেই প্রভাবে ডিএসইতে আজ বড় ধরনের উত্থান দেখা দিয়েছে।
ব্যাংক খাতের ৩৬টির মধ্যে আজ ৩১টি বা ৮৬ শতাংশ ব্যাংক কোম্পানির শেয়ার দর উত্থান হয়েছে। ওষুধ ও রসায়ন খাতের ৩৪টির মধ্যে ২৯টি বা ৮৫ শতাংশ কোম্পানির শেয়ার দর উত্থান হয়েছে। সিমেন্ট খাতের সাতটির মধ্যে ছয়টি বা ৮৫ শতাংশ কোম্পানির শেয়ার দর উত্থান হয়েছে। নন ব্যাংকিং আর্থিক খাতের ২৩টির মধ্যে ১৯টি বা ৮২ শতাংশ কোম্পানির শেয়ার দর উত্থান হয়েছে। বস্ত্র খাতের ৫৮টির মধ্যে ৪৭টি বা ৮১ শতাংশ কোম্পানির শেয়ার দর উত্থান হয়েছে। বিবিধ খাতের ১৫টির মধ্যে ১২টি বা ৮০ শতাংশ কোম্পানির শেয়ার দর উত্থান হয়েছে। প্রকৌশল খাতের ৪২টির মধ্যে ৩৩টি বা ৭৮ শতাংশ কোম্পানির শেয়ার দর উত্থান হয়েছে। এছাড়া ভ্রমণ ও অবসর খাতের ৮০ শতাংশ, মিউচুয়্যাল ফান্ড খাতের ৭৬ শতাংশ, পেপার ও প্রিন্টিং খাতের ৬৬ শতাংশ, জ্বালানি ও শক্তি খাতের ৬৫ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ৬২ শতাংশ, সিরামিক খাতের ৬০ শতাংশ, বিমা খাতের ৪১ শতাংশ এবং পাট খাতের ৩৩ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে এদিন।
ডিএসইতে আজ লেনদেন শুরুর প্রথম এক ঘন্টা পাঁচ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান ৫০ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি উত্থান আরও বাড়ে। লেনদেন শেষে এদিন সূচক ডিএসইএক্স উত্থান হয়েছে ৭৪ দশমিক ৬৩ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৫১৭ দশমিক ৯৪ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক ৪০ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৫৬ দশমিক ৯৯ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ১৮ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২০৭ দশমিক ২০ পয়েন্টে।
আজ বৃহস্পতিবার লেনদেন হয়েছে এক হাজার ১৩২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বুধবার লেনদেন হয়েছিল ৯৭১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ১৮ হাজার ৩৫৬ কোটি এক লাখ টাকা। গতকাল মূলধন ছিল সাত লাখ ১২ হাজার ৯৭৪ কোটি ৮০ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৮১টির এবং কমেছে ৮৬টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৩১টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে রেনেটার শেয়ার। কোম্পানিটির ২২ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিটি ব্যাংকের ২২ কোটি ১১ লাখ টাকা, সোনালী পেপারের ২১ কোটি আট লাখ টাকা এবং ব্র্যাক ব্যাংকের ১০৯ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে ফাস ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে পাঁচ দশমিক ৮৮ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ।