উত্থানে সূচক, ৯৬ শতাংশ কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি

টানা দুদিন পতনের পর আজ বৃহস্পতিবার (৮ মে) ফের উত্থানে ফিরেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স। এদিন ডিএসইএক্স উত্থান হয়েছে ১০০ পয়েন্ট। আজ লেনদেনে অংশ নেওয়া ৯৬ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। আগের কর্মদিবস বুধবারের তুলনায় আজ বাজারে মূলধন বেড়েছে আট হাজার টাকার বেশি। তবে এদিন লেনদেন কমে হয়েছে ৩৬৬ কোটি টাকা।
ডিএসইতে লেনদেনের শুরুতে প্রথম ২৭ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ৭২ পয়েন্ট। এদিন বেলা বাড়ার পর কেনার চাপ আরও বাড়ে। এতে লেনদেন শেষে সূচক ডিএসইএক্স উত্থান হয়েছে ৯৯ দশমিক ৮৫ পয়েন্ট। দিনশেষে সূচকটি বেড়ে দাঁড়ায় চার হাজার ৯০২ দশমিক ২৭ পয়েন্টে। এদিন ডিএস৩০ সূচক ২৭ দশমিক শূন্য তিন পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮২০ দশমিক ৪৫ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক ২৬ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৪ দশমিক ২৭ পয়েন্টে।
আগের কর্মদিবস বুধবার লেনদেন হয়েছিল ৫১৬ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার। আজ লেনদেন হয়েছে ৩৬৬ কোটি ছয় লাখ টাকা। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৫২ হাজার ৪৪৪ কোটি ৫৫ লাখ টাকা। গতকাল বুধবার মূলধন ছিল ছয় লাখ ৪৪ হাজার ৩৩৯ কোটি ৩০ লাখ টাকা। একদিনের ব্যবধানে মূলধন বেড়েছে আট হাজার ১০৫ কোটি ২৫ লাখ টাকা।
আজ লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৩৭৭টির বা ৯৫ দশমিক ৬৮ শতাংশ এবং কমেছে ১০টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৭টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারির শেয়ার। কোম্পানিটির ২২ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এনআরবি ব্যাংকের ২১ কোটি ৬৭ লাখ টাকা, এবিবি ফার্স্ট ফান্ডের ১৫ কোটি ৪৬ লাখ টাকা, কেডিএস এক্সেসরিজের ১৪ কোটি ৫৯ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের ১২ কোটি ২৮ লাখ টাকা, উত্তরা ব্যাংকের ১০ কোটি ৯৯ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ৯ কোটি ৭৯ লাখ টাকা, সিটি ব্যাংকের ৯ কোটি ১৭ লাখ টাকা, বারাকা পতেঙ্গা পাওয়ারের সাত কোটি ৯৮ লাখ টাকা এবং বেক্সিমকো ফার্মার সাত কোটি তিন লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ছয় দশমিক ৩৬ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এআরবিসি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ।