পুঁজিবাজারের মন্দা কাটাতে মাসে একবার বসবেন অংশীজনরা

পুঁজিবাজারের চলমান মন্দা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করতে স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সভায় সিদ্ধান্ত হয়েছে, বিএসইসি এবং দেশের পুঁজিবাজারের অংশীজনদের মধ্যে সমন্বয় ও যোগাযোগ বাড়ানোর জন্য প্রতি মাসের শেষ বৃহস্পতিবার একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। আজ শনিবার (১৭ মে) বিএসইসির মুখপাত্র মো. আবুল কালাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ এবং বিএসইসির নির্বাহী পরিচালকরা উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি)-এর শীর্ষ প্রতিনিধিরাও সভায় অংশ নেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় দেশের পুঁজিবাজারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এতে পুঁজিবাজার নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত সভা ও তার নির্দেশনা নিয়েও আলোচনা করা হয়। এছাড়া পুঁজিবাজারে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর হারের ব্যবধান ন্যূনতম ১০ শতাংশ করা, পুঁজিবাজারে এক লাখ টাকা পর্যন্ত লভ্যাংশ আয়ের ওপর আরোপিত কর মওকুফ করা, পরিকল্পনা অনুযায়ী নেগেটিভ ইক্যুইটির উত্তোরণ ও স্থায়ী সমাধান করা, বিও হিসাবে মেইনটেইন্যান্স ফি মওকুফ করা, ক্যাপিটাল গেইন ট্যাক্স মওকুফ করা, ব্রোকারদের টার্নওভারের ওপর প্রদত্ত অগ্রিম কর হ্রাস করা, ভালো মৌলভিত্তি সম্পন্ন বৃহৎ দেশীয় কোম্পানি, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি কিংবা বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ গ্রহণ, সরকারি সিকিউরিটিজের নিলাম পুঁজিবাজারের এক্সচেঞ্জ প্ল্যাটফর্মে আনা, সিকিউরিটিজ হাউজে থাকা বিনিয়োগকারীদের বিনিয়োগের সুরক্ষা নিশ্চিত করা এবং সমন্বিত গ্রাহক হিসাব থেকে প্রাপ্ত আয়ের অর্থের ব্যবহার নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
সভায় ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ বিনিয়োগকারীদের স্বার্থে মিউচ্যুয়াল ফান্ডগুলোর চলতি অর্থবছরের অর্জিত আয়ের ২০ শতাংশ প্রভিশনিং করে বাকি ৮০ শতাংশ ইউনিটহোল্ডারদের মধ্যে ডিভিডেন্ড হিসেবে বিতরণের প্রস্তাব করেন। সভায় বিএসইসির সঙ্গে দেশের পুঁজিবাজারের অংশীজনদের সমন্বয় ও সংযোগ বৃদ্ধির জন্য প্রতি মাসের শেষ বৃহস্পতিবার একটি সমন্বয় সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।