ডিএসইতে ৬০ শতাংশ কোম্পানির দরপতন

দেশের সবচে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে আজ রোববারের (১৮ মে) লেনদেন শেষ হয়েছে। প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৯ দশমিক ৩৮ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া ৬০ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। আগের কর্মদিবস শনিবারের তুলনায় আজ বাজারে মূলধন কমেছে। এদিন লেনদেন হয়েছে ২৯২ কোটি টাকা।
ডিএসইতে আজ লেনদেন শুরুর প্রথম ২১ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ৩৮ পয়েন্ট। বেলা বাড়ার পর প্রধান সূচক পতনে ফিরে। সেই পতন পরে আরও বাড়তে থাকে। লেনদেন শেষে এদিন সূচক ডিএসইএক্স পতন হয়েছে ২৯ দশমিক ৩৮ পয়েন্ট। দিনশেষে সূচকটি কমে দাঁড়ায় চার হাজার ৭৯১ দশমিক শূন্য আট পয়েন্টে। একইসঙ্গে পতন হয়েছে ডিএসইর সূচক ডিএসইএস ও ডিএস৩০। আজ ডিএসইএস সূচক ৬ দশমিক ৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৪৬ দশমিক ১৫ পয়েন্টে। এদিন ডিএস৩০ সূচক আট দশমিক শূন্য এক পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৮০ দশমিক ২৮ পয়েন্টে।
আজ রোববার লেনদেন হয়েছে ২৯২ কোটি ৬০ লাখ টাকার। আগের কর্মদিবস শনিবার লেনদেন হয়েছিল ২৬২ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার। গতকালের এই লেনদেন গত ৯ মাস ১৩ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত বছরের ৪ আগস্ট লেনদেন হয়েছিল ২০৭ কোটি ৮৩ লাখ টাকা। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৫১ হাজার ৩৪ কোটি ৭০ লাখ ২৩ টাকা। গতকাল রোববার মূলধন ছিল ছয় লাখ ৫২ হাজার ৯৯১ কোটি ৭০ লাখ টাকা।
আজ লেনদেন হওয়া ৪০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১০২টির এবং কমেছে ২৪১টির বা ৬০ দশমিক ২৫ শতাংশ। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫৭টির। আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারির শেয়ার। কোম্পানিটির ১৪ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিটি ব্যাংকের ১৩ কোটি ৮৯ লাখ টাকা, এনআরবি ব্যাংকের ১২ কোটি ৭০ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকের আট কোটি ৬০ লাখ টাকা এবং বারাকা পতেঙ্গা পাওয়ারের আট কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ দর কমার শীর্ষে উঠে এসেছে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৭৫ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে সোনারগাঁ টেক্সটাইলসের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৭১ শতাংশ।