অবহেলা-কারসাজিতে পুঁজিবাজারে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত : ফাহমিদা খাতুন

পুঁজিবাজার সংস্কারে টাস্কফোর্স গঠন করা হলেও তার অগ্রগতি খুব একটা দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন গবেষণা প্রতিষ্ঠান সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। তিনি বলেন, অবহেলা ও কারসাজির কারণে পুঁজিবাজারে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে বাংলাদেশের অর্থনীতি ২০২৪-২৫ অর্থবছর অবস্থান (তৃতীয় পাঠ) শীর্ষক মিডিয়া ব্রিফিং এ মন্তব্য করেন ফাহমিদা খাতুন। এতে উপস্থিত ছিলেন সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান ও গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেমসহ অনেকে।
গত ১৬ বছরে পুঁজিবাজারের প্রকৃত মূল্য ৩৭ দশমিক ৬ শতাংশ কমেছে জানিয়ে ফাহমিদা খাতুন বলেন, বিভিন্ন সময়ে অবহেলা ও পুঁজিবাজার কারসাজির কারণে এখানে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সংকট চলমান রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্ন খাতে সংস্কার করা হচ্ছে। পুঁজিবাজার সংস্কারে একটা টাস্কফোর্স করা হয়েছে। কিন্তু সেখানে খুব একটা অগ্রগতি দেখা যাচ্ছে না। পুঁজিবাজারে পাঁচটি চ্যালেঞ্জ আছে। তার মধ্যে রয়েছে নিম্নমানের আইপিও, আর্থিক প্রতিবেদনে অনিয়ম, বিও অ্যাকাউন্টে অস্বচ্ছতা, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্রশ্নবিদ্ধ আচরণ ও সেকেন্ডারি মার্কেটে কারসাজি। পুঁজিবাজারের স্বার্থে এগুলোর উন্নতি করতে হবে।
গত ৯ মাসে ধারাবাহিকভাবে ডিএসই সূচক নিম্নমূখী থেকেছে জানিয়ে ফাহমিদা খাতুন বলেন, দুর্বল নজরদারি, প্রযুক্তির ব্যবহার না করা, অপরাধ যারা করছে তাদের শাস্তির আওতায় না আনাসহ বিভিন্ন কারণে পুঁজিবাজার শক্তিশালী হচ্ছে না। ব্যাংকিং খাতে সুশাসন আনতে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করা, বেসরকারি ব্যাংকের পরিচালনা বোর্ডের জবাবদিহিতা নিশ্চিত করার পরামর্শও দেন তিনি।