উত্থানে সূচক, লেনদেন হাজার কোটি টাকার কাছাকাছি

তিন দিন ধরে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স উত্থানে রয়েছে। আজ সোমবার (১৮ আগস্ট) সূচক ডিএসইএক্স বেড়েছে ১৮ পয়েন্ট। আর তিন কর্মদিবসে বেড়েছে ১০৫ পয়েন্ট। আজ লেনদেনে অংশ নেওয়া ৬০ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। আগের কর্মদিবস রোববারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে এক হাজার ৫৩৫ কোটি টাকা। এদিন বেড়েছে লেনদেনের পরিমাণ। বেড়ে লেনদেন ৯৭৫ কোটি টাকার ঘরে চলে এসেছে।
শেয়ার কেনার চাপে ডিএসইতে আজ লেনদেন শুরুর প্রথম ১২ মিনিটে সূচক ডিএসইএক্স উত্থান হয় ৩৩ পয়েন্ট। বেলা বাড়ার পর শেয়ার বিক্রয় বাড়ে। এতে সূচকের পতনে ফিরে। লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টা ৫১ মিনিটে সূচক ডিএসইএক্স পতন হয় ১০ পয়েন্ট। পরে সূচকটির ফের উত্থানে ফিরে। লেনদেন শেষে এদিন সূচক ডিএসইএক্স উত্থান হয় ১৮ দশমিক ৪২ পয়েন্ট। দিনশেষে সূচক বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৪১৯ দশমিক ৯০ পয়েন্টে। এর আগে সাত কর্মদিবস সূচক ডিএসইএক্সের পতন হয়েছিল। ওই সাত কর্মদিবসে ডিএসইএক্সের পতন হয় ২২২ পয়েন্ট। গত ৩ আগস্ট ডিএসইএক্স ছিল পাঁচ হাজার ৫৩৬ দশমিক ১৪ পয়েন্টে। এর আগে তিন কর্মদিবস সূচকটির উত্থান হয় ২৩৭ পয়েন্ট। গত ২৯ জুলাই ডিএসইএক্স ছিল পাঁচ হাজার ২৯৮ দশমিক ৪৬ পয়েন্টে।
আজ ডিএসইএস সূচক ১১ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ১৮৪ দশমিক ৫৩ পয়েন্টে। ডিএস-৩০ সূচক পাঁচ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় দুই হাজার ১০১ দশমিক ৮৪ পয়েন্টে। আজ লেনদেন হয়েছে ৯৭৫ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস রোববার লেনদেন হয়েছিল ৮০১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ১৬ হাজার ৫৭৯ কোটি তিন লাখ টাকা। গতকাল রোববার মূলধন ছিল সাত লাখ ১৫ হাজার ৪৩ কোটি ৬৩ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৪০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৪২টির বা ৬০ দশমিক ৫০ শতাংশ এবং কমেছে ৯৪টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৬৪টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার। কোম্পানিটির ৩১ কোটি ১৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিটি ব্যাংকের ২৯ কোটি ১৫ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার ২৫ কোটি ২৩ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ২৩ কোটি ৯৯ লাখ টাকা এবং টেকনো ড্রাগসের ১৯ কোটি সাত লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে আইসিবিইপি মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। কোম্পানিটির দর কমেছে পাঁচ দশমিক ৭৬ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে সোনালী পেপারের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ।